ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত প্রাথমিকে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি ভুয়া র‌্যাবকে ধরল আসল র‌্যাব, উদ্ধার ২ ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১২:৩৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ১২:৩৮:১৫ পূর্বাহ্ন
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২
রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলীতে মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম (৫৫) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশাচালক মিঠু (৪২) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। তার কাছ থেকে ২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত সিরাজুলের ছেলে আবু বক্কর জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। তার বাবা পেশায় মুরগি ব্যবসায়ী। ভোরে মুরগি কিনতে সিএনজিচালিত অটোরিকশায় কাপ্তান বাজার যাচ্ছিলেন। টিকাটুলি রেলগেটের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার বাবার গতিরোধ করেন। পরে তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। এদিকে আহত রিকশাচালক মিঠুকে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন জানান, মিঠুর বাসা মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। আগে তিনি নিরাপত্তাকর্মীর চাকরি করলেও বর্তমানে রিকশা চালান। গত বৃহস্পতিবার রাতে তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। তারা রিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে মিঠু বাধা দেন। এ সময় তার পেটে ও পায়ে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওয়ারী ও মোহাম্মদপুর থেকে আহত দুজন হাসপাতালে এসেছে। অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেন। সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তবে মিঠুর পেটে গুরুতর আঘাত থাকায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স