ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১২:৩৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ১২:৩৮:১৫ পূর্বাহ্ন
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২
রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলীতে মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম (৫৫) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশাচালক মিঠু (৪২) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। তার কাছ থেকে ২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত সিরাজুলের ছেলে আবু বক্কর জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। তার বাবা পেশায় মুরগি ব্যবসায়ী। ভোরে মুরগি কিনতে সিএনজিচালিত অটোরিকশায় কাপ্তান বাজার যাচ্ছিলেন। টিকাটুলি রেলগেটের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার বাবার গতিরোধ করেন। পরে তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। এদিকে আহত রিকশাচালক মিঠুকে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন জানান, মিঠুর বাসা মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। আগে তিনি নিরাপত্তাকর্মীর চাকরি করলেও বর্তমানে রিকশা চালান। গত বৃহস্পতিবার রাতে তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। তারা রিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে মিঠু বাধা দেন। এ সময় তার পেটে ও পায়ে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওয়ারী ও মোহাম্মদপুর থেকে আহত দুজন হাসপাতালে এসেছে। অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেন। সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তবে মিঠুর পেটে গুরুতর আঘাত থাকায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ