ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১২:৩৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ১২:৩৮:১৫ পূর্বাহ্ন
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২
রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলীতে মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম (৫৫) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশাচালক মিঠু (৪২) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। তার কাছ থেকে ২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত সিরাজুলের ছেলে আবু বক্কর জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। তার বাবা পেশায় মুরগি ব্যবসায়ী। ভোরে মুরগি কিনতে সিএনজিচালিত অটোরিকশায় কাপ্তান বাজার যাচ্ছিলেন। টিকাটুলি রেলগেটের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার বাবার গতিরোধ করেন। পরে তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। এদিকে আহত রিকশাচালক মিঠুকে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন জানান, মিঠুর বাসা মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। আগে তিনি নিরাপত্তাকর্মীর চাকরি করলেও বর্তমানে রিকশা চালান। গত বৃহস্পতিবার রাতে তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। তারা রিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে মিঠু বাধা দেন। এ সময় তার পেটে ও পায়ে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওয়ারী ও মোহাম্মদপুর থেকে আহত দুজন হাসপাতালে এসেছে। অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেন। সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তবে মিঠুর পেটে গুরুতর আঘাত থাকায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স