রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা-কর্মচারীদের দেশের যেকোনও উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করা যাবে এমন এক নোটিশ জারি করেছে সংস্থাটি। গতকাল সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন এই নোটিশ জারি করেন। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের এক ধারার ওপর ভিত্তি করে গত ১৬ মে এ বিষয়ে নোটিশ জারি করেন তিনি। যথাযত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নোটিশ জারি করা হয়েছে বলে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন সেই নোটিশে উল্লেখ করেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩ এর ৪০ ধারায় আন্তঃকর্তৃপক্ষ বদলির বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে ধারা ৪০ অনুযায়ী আন্তঃকর্তৃপক্ষ বদলি, সরকার জনস্বার্থে, কর্তৃপক্ষ এবং অন্যান্য কর্তৃপক্ষের কর্মচারীদের এক কর্তৃপক্ষ হতে অন্য কর্তৃপক্ষে বদলি করতে পারবে। নোটিশ বলা হয়, অন্যান্য কর্তৃপক্ষ অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং সময় সময় আইনের ধারা প্রতিষ্ঠিত অনুরূপ কর্তৃপক্ষ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

রাজউক কর্মকর্তারাও বদলি হবেন
- আপলোড সময় : ২১-০৫-২০২৪ ১০:৫০:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৫-২০২৪ ১০:৫০:৩৫ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ