ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা সরকারের নানা পদক্ষেপেও বিদেশী বিনিয়োগে ধস কিটের অভাবে পরীক্ষা ছাড়া লক্ষণ দেখেই চলছে চিকুনগুনিয়ার চিকিৎসা সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ- প্রেস সচিব অনির্দিষ্টকালের ছুটিতে সায়মা ওয়াজেদ, দাবি পলিসি ওয়াচের প্রতিবেদনে চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‌্যাব চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন লাল চাঁদ-পুলিশ খুনিদের পায়ে লুটিয়ে পড়েও বাঁচাতে পারেনি লাল চাঁদ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কুপিয়ে জখম করা খতিব, থানায় মামলা পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে-কাজী মামুনূর রশিদ মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে- রিজভী ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে-ত্রাণ উপদেষ্টা

ক্লাব বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা দিলো ম্যানসিটি

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন
ক্লাব বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা দিলো ম্যানসিটি
জ্যাক গ্রিলিশকে বাইরে রেখেই ক্লাব বিশ্বকাপ খেলতে যাবে ম্যানচেস্টার সিটি, এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো গত কয়েকদিন ধরেই। তখন থেকেই ইংলিশ উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। সেই জল্পনা আরও তীব্র হলো বুধবারের ঘোষণায়। গ্রিলিশকে স্কোয়াড থেকে বাদ দিয়েই এদিন ক্লাব বিশ্বকাপের দল ঘোষণা করে ম্যানসিটি। পেপ গার্দিওলার ঘোষিত ২৭ সদস্যের স্কোয়াডে এক সময়ের প্রায় ১৩৫.৪ মিলিয়ন মার্কিন ডলারের গ্রিলিশ না থাকলেও নতুন চুক্তি করা রায়ান আইত-নুরি, রায়ান চেরকি এবং তিজ্জানি রেইজেন্ডার্স আছেন। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের সূত্র অনুযায়ী, দ্রুতই ম্যানসিটি ছাড়তে পারেন গ্রিলিশ। তার প্রতি বেশ ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের (যেমন এভারটন) পাশাপাশি বিদেশি ক্লাবগুলোরও আগ্রহ রয়েছে। তবে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। গার্দিওলা এর আগে প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিনে ফুলহ্যামের বিপক্ষে জয়ের পর ইঙ্গিত দিয়েছিলেন যে, নিয়মিত প্রথম একাদশে খেলার সুযোগ পেতে হলে ইতিহাদ ছাড়তে হতে পারে গ্রিলিশকে। গ্রিলিশের মতো ডিফেন্ডার কাইল ওয়াকারেরও দলে স্থান হয়নি। ইংল্যান্ডের এই ডিফেন্ডার ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধও থাকলেও গেল জানুয়ারিতে ধারে এসি মিলানে যোগ দিয়েছেন মৌসুমের বাকি সময়ের জন্য। এছাড়াও মিডফিল্ডার জেমস ম্যাকআটিও স্কোয়াডে নেই। কারণ তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অধিনায়কত্ব করছেন, ফলে যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের আয়োজনে আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ম্যানসিটির প্রথম ম্যাচ ১৮ জুন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিলাডেলফিয়ায় মরক্কোর ক্লাব উইদাদ এসির মুখোমুখি হবে গার্দিওলার দল।
ম্যানচেস্টার সিটির ক্লাব ওয়ার্ল্ড কাপ স্কোয়াড-
গোলরক্ষক: মার্কাস বেটিনেলি, স্টেফান ওর্তেগা, এডারসন
ডিফেন্ডার: রুবেন দিয়াজ, জন স্টোন্স, নাথান আকে, রায়ান আইত-নুরি, ভিতোর রেইস, জোশকো গভার্দিওল, ম্যানুয়েল আকাঞ্জি, আবদুকদির খুসানোভ, রিকো লুইস
মিডফিল্ডার: নিকো গঞ্জালেজ, রদ্রি, তিজ্জানি রেইজেন্ডার্স, ইলকায় গুন্দোয়ান, বার্নার্দো সিলভা, ম্যাথিউস নুনেস, রায়ান চেরকি, ক্লদিও এচেভেরি, ফিল ফোডেন, অস্কার বব, নিকো ও’রেইলি
ফরোয়ার্ড: ওমর মারমুশ, আরলিং হালান্ড, সাভিনহো, জেরেমি ডকু
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স