ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের লিগ খেলবেন না রশিদ খান

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৭:৫৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের লিগ খেলবেন না রশিদ খান
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ২০২৫ আসরে খেলবেন না আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান ও আজমত উল্লাহ ওমরজাই। আজ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই মৌসুম থেকে দুজনই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো সূত্রে এ তথ্য জানা গেছে। মূলত বিশ্রামের জন্য ২০২৫ সংস্করণে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন রশিদ ও ওমরজাই। তারা দুজনই এমএলসিতে এমআই নিউ ইয়র্কের হয়ে খেলার কথা ছিল। গুরুত্বপূর্ণ দুই অলরাউন্ডের অনুপস্থিতিকে বড় ধাক্কা হিসেবে ধরে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমে রশিদ ছিলেন এমআই নিউ ইয়র্কের সেরা বোলার। সে আসরে ১০ উইকেট নিয়েছিলেন মাত্র ৬.১৫ ইকোনমি রেটে। যদিও তার দল ৭ ম্যাচে মাত্র দুটি জিতে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছিল। রশিদ সর্বশেষ খেলেছিলেন আইপিএল ২০২৫ আসরে গুজরাট টাইটান্সের হয়ে। সেখানে এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তার দল। এটি ছিল রশিদের আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মৌসুম। এবার মাত্র ৯টি উইকেট পান রশিদ। ইকোনমি ছিল ৯.৩৪ এবং গড় ৫৭.১১। ২০১৭ সালে আইপিএলে অভিষেকের পর এই প্রথমবার তার উইকেট সংখ্যা দুই অঙ্কে পৌঁছায়নি। এই মৌসুমে ব্যাটারদের হাতেও বেদম মার খেয়েছেন রশিদ। একাই খেয়েছেন ৩৩টি ছক্কা। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে আর কোনো বোলারের এত বেশি ছক্কা হজমের রেকর্ড নেই। রশিদের মতো ওমরজাইও সর্বশেষ খেলেছেন আইপিএলে। তিনি ছিলেন পাঞ্জাব কিংসে, যারা এবারের আইপিএলে রানার্সআপ হয়েছিল। তবে আফগানিস্তানের তিন খেলোয়াড়- নাভিন-উল-হক (এমআই নিউ ইয়র্ক), নূর আহমেদ (টেক্সাস সুপার কিংস) এবং ওয়াকার সালামখেইল (সিয়াটল ওর্কাস) নিজ নিজ দলে যোগ দিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞার কারণে লিগে তাদের অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। সম্প্রতি আফগানিস্তানসহ ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। তালিকাভুক্ত ১২টি দেশ হলো: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। উল্লেখ্য, আরও দুই আফগান খেলোয়াড়- গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকি (যারা দুজনই সিয়াটল ওর্কাসের হয়ে খেলেন) এখনও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অপেক্ষা করছেন বলে জানা গেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স