ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে -আলী রীয়াজ জুলাই সনদের খসড়া প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে নাÑ বাংলাদেশ ন্যাপ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে- গণশিক্ষা উপদেষ্টা আট দফা দাবি না মানলে পরিবহন ধর্মঘটের হুমকি চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে-- ডা. তাহের ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ও মেয়াদ বেড়েছে দেশে বিদ্যমান বিনিয়োগ স্থবিরতায় বেকারত্ব আরো তীব্র হওয়ার শঙ্কা পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

একদিনেই ১৪ উইকেটের পতন

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৬:৪৭ অপরাহ্ন
একদিনেই ১৪ উইকেটের পতন
গত বুধবার থেকে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম দিনেই ১৪টি উইকেটের পতন দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়া টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে প্রোটিয়ারাও পড়ে বিপাকে। ৩০ রান তুলতেই তারা হারায় ৪টি উইকেট এবং দিন শেষ করে ১৬৯ রানে পিছিয়ে থেকে। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে উইকেট হারায়, প্রথম ওভারের শেষ বলে। এইডেন মার্করাম মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান শূন্য রানে। ১৯ রানের মাথায় তারা দ্বিতীয় উইকেট হারায়। এবার রায়ান রিকেলটনকে উসমান খাজার হাতে ক্যাচ বানিয়ে ফেরান স্টার্ক। ৩টি চারে ১৬ রান আসে তার ব্যাট থেকে। ২৫ রানে গিয়ে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এবার প্যাট কামিন্স বোল্ড করেন উইয়ান মুল্ডারকে। ৩ রানের বেশি করতে পারেননি তিনি। ৩০ রানের মাথায় জস হ্যাজলউড চতুর্থ আঘাত করেন প্রোটিয়া শিবিরে। তিনি বোল্ড করেন ট্রিস্টান স্টাবসকে। ২ রানের বেশি করতে পারেননি তিনি। সেখান থেকে টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম ১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম দিন শেষ করে আসেন। বাভুমা ৬ এবং বেডিংহ্যাম ৮ রানে অপরাজিত আছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তারা দুজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। তার আগে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের বোলিং তোপে ২১২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। রাবাদা ৫টি উইকেট নেন ৫১ রানে। আর ইয়ানসেন ৪৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিউ ওয়েবস্টার ১১টি চারে সর্বোচ্চ ৭২ রান করেন। আর স্টিভেন স্মিথ ১০টি চারে করেন ৬৬ রান। এছাড়া অ্যালেক্স ক্যারি ২৩, মার্নাস লাবুশেন ১৭ ও ট্র্যাভিস হেড ১১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ