ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রশাসনের সংস্কার না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন : ফয়জুল করিম ৭ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ বিচারপতি মানিক ও সাবেক অর্থমন্ত্রীর স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে দুদকের ২ মামলা মেয়াদোত্তীর্ণ কনটেইনারে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর সুষ্ঠু নির্বাচন নিয়েই জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ-সালাহউদ্দিন গাজীপুরে ভাগ্নের হাতে মামা খুন নেপথ্যে মাদক বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫ আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সারা দেশে ল্যাবএইডের স্বাস্থ্যসেবা পিআইবি’র উদ্যোগে ৩ দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ধনী ব্যক্তিদের টার্গেট করতো সূচনা ফাউন্ডেশন হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার প্রতিদিন আসছে ১৩৮১ কোটি টাকার প্রবাসী আয় পিটার হাসের কোম্পানি থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার লোকসানে পঙ্গু হয়ে পড়ছে আলু চাষীরা শেরপুরে বিশ্বখ্যাত হারল্যান ব্র্যান্ড শো-রুম উদ্বোধন ফুলবাড়ীতে ইয়ামিন অনুমোদনহীন মরিচ ও হলুদের গুড়ার ছড়াছড়ি চাঁদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিত্রনায়িকা তানিন সুবহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০১:১৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০১:১৬:০৫ অপরাহ্ন
চিত্রনায়িকা তানিন সুবহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন
চিত্রনায়িকা তানিন সুবহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়। সুবহার ভাই রামীম মরদেহ বুঝে নেন। 
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে গত মঙ্গলবার পরপারে পাড়ি জমান তিনি। মর্গ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের সময় মরদেহ থেকে ভিসেরা আর হার্টের নমুনা নেয়া হয়েছে হিস্টোপ্যাথলজির জন্য। এগুলো ল্যাবে পাঠান হবে। সেখান থেকে রিপোর্ট এলে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।  লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার। 
পরিবারের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, ৩ জুন বাড্ডার আফতাবনগরে নিজ ভাড়া বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত মঙ্গলবার রাতে মারা যান। সেদিন রাতে ধানমন্ডি পপুলার হাসপাতালের আইসিইউ থেকে তার মরদেহ মর্গে পাঠান হয়। পরিবার সূত্রে আরও জানা গেছে,  সুবহার বুকে হঠাৎ প্রচণ্ড ব্যথা ও ঘাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন। কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে, ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় চিত্রনায়িকা তানিন সুবহাকে। তবে কয়েক দিন আইসিইউতে থাকার পরও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যদিও চিকিৎসকরা আগেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন এবং লাইফ সাপোর্ট খুলে নেয়ার পরামর্শ দিয়েছিলেন। এজন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। পরে স্বামীর অনুমতি সাপেক্ষে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার। তানিন সুবহা বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ