ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রশাসনের সংস্কার না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন : ফয়জুল করিম ৭ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ বিচারপতি মানিক ও সাবেক অর্থমন্ত্রীর স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে দুদকের ২ মামলা মেয়াদোত্তীর্ণ কনটেইনারে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর সুষ্ঠু নির্বাচন নিয়েই জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ-সালাহউদ্দিন গাজীপুরে ভাগ্নের হাতে মামা খুন নেপথ্যে মাদক বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫ আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সারা দেশে ল্যাবএইডের স্বাস্থ্যসেবা পিআইবি’র উদ্যোগে ৩ দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ধনী ব্যক্তিদের টার্গেট করতো সূচনা ফাউন্ডেশন হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার প্রতিদিন আসছে ১৩৮১ কোটি টাকার প্রবাসী আয় পিটার হাসের কোম্পানি থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার লোকসানে পঙ্গু হয়ে পড়ছে আলু চাষীরা শেরপুরে বিশ্বখ্যাত হারল্যান ব্র্যান্ড শো-রুম উদ্বোধন ফুলবাড়ীতে ইয়ামিন অনুমোদনহীন মরিচ ও হলুদের গুড়ার ছড়াছড়ি চাঁদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০১:০৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০১:০৮:৪৮ অপরাহ্ন
বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত
রাজধানীতে গত মঙ্গলবার রাতের স্বস্তির বৃষ্টির পর সকালে আবার উত্তপ্ত হয়ে ওঠে আবহাওয়া। তাপপ্রবাহ বইতে শুরু করে। বর্তমানে ঢাকাসহ বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। কিছু এলাকায় বৃষ্টি হয়ে এটি কমে আসতে পারে। তবে অনেক এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। নীলফামারীতে মাঝারি তাপপ্রবাহ চলছে। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় কমে যেতে পারে। বৃহস্পতিবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত মঙ্গলবার রাতেই রাজধানীর কাজীপাড়া, শেওরাপাড়া, আগারগাঁও, শান্তিনগর, মতিঝিল, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, পান্থপথ, গ্রীনরোড, কলাবাগান ও ধানমন্ডিতে বৃষ্টি হয়েছে, যা গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে পশ্চিমাঞ্চলে গরম পরিস্থিতি এখনই পুরোপুরি কমছে না। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি সক্রিয় নিম্নচাপ সৃষ্টি হলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও তারা জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ