ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে যা বললেন সোনাক্ষী

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:৫৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:৫৩:২২ অপরাহ্ন
বলিউডে স্বজনপ্রীতি নিয়ে যা বললেন সোনাক্ষী
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ২ জুন তার ৩৮তম জন্মদিন উদযাপন করছেন। দিনটিতে তিনি একটি বিশেষ বিষয়ের অবতারনা করেছেন। সেটি হচ্ছে বলিউড স্বজনপ্রীতি। জন্মদিন উপলক্ষে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বজনপ্রীতি এবং তার ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি একটি অন্তহীন বিতর্কের বিষয়। অন্য সেলেব্রিটির মতো, সোনাক্ষী সিনহাও স্বজনপ্রীতি সম্পর্কে তার মতামত শেয়ার করেছেন। অভিনেত্রী পরোক্ষভাবে ‘স্বজনপ্রীতি’ শব্দটি চালু করার জন্য কঙ্গনা রানাউতকে কটাক্ষ করেছেন। অবশ্য আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন একাধিকবার এবং তখনও তার টার্গেট ছিল কঙ্গনা রানাউত। সোনাক্ষি বলেন, ‘আমার কাছে এটা খুবই মজার মনে হয় যে স্বজনপ্রীতি শব্দটি এমন একজন ব্যক্তির দ্বারা প্রবর্তিত এবং চাঞ্চল্যকর হয়েছে যার বোন তাদের কাজ পরিচালনা করছেন। এবং আমি মনে করি না যে আমি সত্যিই এটিকে এত বেশি গুরুত্ব দিতে চাই।’ অনেকেই জানেন না, কঙ্গনা রানাউতের সিনেমা এবং এর বাইরের ব্যবসা তার বোন রঙ্গোলি দ্বারা পরিচালিত হয়, যিনি সরকারি মুখপাত্রও। স্বজনপ্রীতি নিয়ে কঙ্গনা বলিউডে প্রায়ই অভিযোগ করেন। বলেন, এ কারণে ক্যারিয়ারে তিনি কোমর সোজা করে দাঁড়াতে পারেননি। বড় বড় প্রোডাকশনগুলোতে আত্মীয়স-জনরাই কাজ করেন। ঠিক এ কারণে সোনাক্ষীও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, কঙ্গনাও স্বজনপ্রীতিতে কম যান না। সোনাক্ষী সিনহার উত্থাপিত এক প্রশ্নের জবাবে কঙ্গনার বোন রঙ্গোলিকে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, তিনি কঙ্গনার কাজ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ বলিউড সেলেব্রিটিদের দেখাশোনা করে এমন অন্য কোনো ব্যবস্থাপনা সংস্থা তার বোনকে তাদের ক্লায়েন্ট হিসেবে নিতে প্রস্তুত ছিল না। সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা এমন একটি গোপন কথা শেয়ার করেছেন যা তার ক্যারিয়ার টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার ঘরে জন্ম নেওয়া সোনাক্ষী আরও জানিয়েছেন, তার বাবা তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত কোনও সিনেমা পেতে সাহায্য করেননি। তিনি বলেন, ‘আমার বাবা কখনো কোনো প্রযোজককে ফোন করে বলেননি, ‘তোমার সিনেমায় আমার মেয়েকে নাও।’ আমাকে ‘দাবাং’র প্রস্তাব দেওয়া হয়েছিল কারণ, হ্যাঁ, আমার পরিবার সালমানের পরিবারকে জানত, কিন্তু এটাই। তারা আমাকে দেখেছিল, ভেবেছিল আমি এই চরিত্রের জন্য উপযুক্ত। এরপর, আমাকে খুব কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমি সবসময় খুব সময়নিষ্ঠ ছিলাম। আমার কাজের নীতি খুব ভালো, এবং দর্শকরা আমাকে গ্রহণ করেছে। এই চারটি জিনিস আমাকে দশ বছর ধরে ক্যারিয়ার টিকিয়ে রাখতে সাহায্য করেছে।’ সোনাক্ষি আরও বলেন, ‘তার (কঙ্গনা) এ ধরনের বালখিল্য টাইপের মন্তব্যের কারণে লোকেরা আলিয়া ভাট, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, সোনম কাপুররের মতো সেলেব্রিটি কিডদের নিয়ে ঠাট্টা করছে। কল্পনা করুন তো একবার, তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এটা মোটেও ভালো নয়। যদিও আমি জানি, তারা খুব শক্তিশালী মেয়ে এবং নিজেদের মেধা ও যোগ্যতা দিয়েই ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছে। তাদের এই যুদ্ধটা আমি এপ্রিশিয়েট করি।’ তবে দর্শক তথা মানুষের মতামতকে গুরুত্ব দেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি মানুষের কিছু নির্দিষ্ট অভিযোগ আছে। স্টার কিডদের সবাই তো আর এক নয়। কেউ কেউ অভিনয়ে কিছুটা দূর্বল। তখনই বাবা কিংবা মায়ের পরিচয়টা মুখ্য হয়ে উঠে। তবে দর্শকদের বলবো, তাদেরকে সময় দিন। দেখুন না, একসময় হয়তো পারফেক্ট হয়েও উঠতে পারে। ইন্ডাস্ট্রি তো আর ছোট নয়। কিন্তু, স্বজনপ্রীতির জন্য যাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের সকলকে তাদের পরিবার থেকেও মুক্তি দেওয়া হয়নি, তাই যা ঘটছে তা অদ্ভুত।’

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স