ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল

অবসর নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অধিনায়কত্ব পেলেন পুরান ও ম্যাক্সওয়েল

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৫:২৪ অপরাহ্ন
অবসর নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অধিনায়কত্ব পেলেন পুরান ও ম্যাক্সওয়েল
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ২০২৫ আসরে নতুন দায়িত্ব পেলেন দুই অভিজ্ঞ আন্তর্জাতিক তারকা নিকোলাস পুরান ও গ্লেন ম্যাক্সওয়েল। এমআই নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডম দলের অধিনায়কত্ব পেয়েছেন যথাক্রমে এই ক্যারিবীয় ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া উইন্ডিজ তারকা নিকোলাস পুরান এমআই নিউ ইয়র্কের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি কাইরন পোলার্ডের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রথম আসর থেকেই দলটির সাথে যুক্ত আছেন পুরান। ২০২৩ সালের ফাইনালে ৫৫ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শিরোপা এনে দেন। ওই আসরে তিনি সর্বোচ্চ ৩৮৮ রান করে ছিলেন ব্যাট হাতে অনবদ্য। এদিকে সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ওয়াশিংটন ফ্রিডমের নতুন অধিনায়ক হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলার পাশাপাশি এবার ফোকাস করছেন কেবল টি-টোয়েন্টি ফরম্যাটে। ম্যাক্সওয়েল অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথের জায়গায় এসেছেন। এছাড়া সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের নেতৃত্বে থাকছেন কোরি অ্যান্ডারসন, যিনি নিউজিল্যান্ডের হয়ে খেলার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে খেলছেন। তিনি এমএলসির একমাত্র ‘স্থানীয়’ অধিনায়ক। সিয়াটল ওর্কাস দলের অধিনায়ক হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেইনরিখ ক্লাসেন। তবে বাকি দুটি দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস এখনো অধিনায়কত্ব নিয়ে কোনো ঘোষণা দেয়নি। গত আসরে এই দুই দলের নেতৃত্বে ছিলেন যথাক্রমে সুনীল নারাইন ও ফাফ ডু প্লেসিস। উল্লেখ্য, চলতি বছরের এমএলসি শুরু হচ্ছে ১৩ জুন ওকল্যান্ডে, ফ্রিডম ও ইউনিকর্নসের মধ্যকার ম্যাচ দিয়ে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুলাই। গতবারের আসরে ওয়াশিংটন ফ্রিডম চ্যাম্পিয়ন হয়েছিল, তারা ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে পরাজিত করে ট্রফি জিতে নেয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স