ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৪:৪৮ অপরাহ্ন
২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো অস্ট্রেলিয়া
বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়ান অঞ্চল থেকে সরাসরি খেলবে ৮টি দেশ। এর মধ্যে তৃতীয় রাউন্ড থেকে ৬টি এবং চতুর্থ রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করবে আরও দুটি দল। গত সপ্তাহ পর্যন্ত তৃতীয় রাউন্ড থেকে ৫টি দেশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল। বাকি ছিল একটি। এই একটি জায়গার জন্য লড়াই ছিল সৌদি আরব এবং অস্ট্রেলিয়ার মধ্যে। যদিও সৌদির চেয়ে এগিয়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচ থেকে শেষ দল হিসেবে কে বিশ্বকাপে উঠবে, সেদিকে নজর ছিল সবার। সৌদি আরব যদি অস্ট্রেলিয়াকে ৫ গোলের বড় ব্যবধানে হারাতে পারতো, তাহলে হয়তো বিশ্বকাপে খেলতেও পারতো তারা; কিন্তু মঙ্গলবার সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সে সঙ্গে টানা ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এ খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে সকারুজরা। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির আল ইনমা ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য গোল করে প্রথম এগিয়ে গিয়েছিল স্বাগতিক সৌদি আরবই। ১৯তম মিনিটে আব্দুলরহমান আল-ওবুদের গোল করেন। তবে অস্ট্রেলিয়া দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ফিরে আসে। কনর মেটকাফ এবং মিচেল ডিউকের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৪২তম মিনিটে গোল করে প্রথমে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান কনর মেটকাফ। ৪৮তম মিনিটে মার্টিন বয়েলের ক্রস থেকে মিচেল ডিউক হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন। ৮৪তম মিনিটে সৌদি আরব সুযোগ পেয়েছিল সমতায় ফেরার। পেনাল্টি পেয়েছিলো তারা। কিন্তু অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাটি রায়ান দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। কোচ টনি পোপোভিচ, যিনি গত সেপ্টেম্বরে দায়িত্ব নিয়েছেন, তার নেতৃত্বে দলটি অপরাজিত থেকেছে। সাবেক সকারু লুক উইকশায়ার এ জয়কে ‘পেশাদার পারফরম্যান্স’ হিসেবে অভিহিত করেছেন এবং পোপোভিচের প্রভাবকে ‘অসাধারণ’ বলে প্রশংসা করেছেন। তবে সৌদি আরবের সামনে এখনও সুযোগ রয়েছে। সুযোগ আছে কাতার, ওমান, ইন্দোনেশিয়া কিংবা আরব আমিরাতের সামনেও। তৃতীয় রাউন্ড থেকে চতুর্থ রাউন্ডে উঠেছে ৮টি দল। তারা হলো আরব আমিরাত, কাতার, ইরাক, ওমান, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া। এই আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের শীর্ষ দুটি দলও উঠবে বিশ্বকাপে। দুই গ্রুপের দ্বিতীয় হওয়া দুটি দল খেলবে পঞ্চম রাউন্ডে। দুই লেগের ম্যাচ শেষে বিজয়ী দল নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের জন্য। এদিকে, গত মঙ্গলবার রাতে এশিয়ার অন্যান্য ম্যাচে জাপান এবং দক্ষিণ কোরিয়া যথাক্রমে ইন্দোনেশিয়া এবং কুয়েতের বিরুদ্ধে বড় জয় পেয়েছে। জাপান ৬-০ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে, যেখানে দাইচি কামাদা দুটি গোল করেছেন। ওমান প্যালেস্টাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়ার এই সাফল্য তাদের ফুটবল ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০৬ সাল থেকে শুরু হওয়া তাদের এই ধারাবাহিকতা দেশটির ফুটবলের ক্রমবর্ধমান শক্তি ও প্রতিভার প্রমাণ দেয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ