ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন

২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ব্রাজিল

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৪:১৮ অপরাহ্ন
২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ব্রাজিল
কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পরেই কার্লো আনচেলত্তি বলেছিলেন, এই উইন্ডোতেই ব্রাজিলের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চান। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইকুয়েডর। যারা বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকা অঞ্চলে রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফেরা হবে কঠিন। যে কারণে সতর্কতার সঙ্গে খেলে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছিলো আনচেলত্তির ব্রাজিল। ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটাকেই টার্গেট করেছিলেন নতুন কোচ। এই ম্যাচে জিততে পারলে, অন্যদিকে উরুগুয়ের কাছে ভেনেজুয়েলা হেরে গেলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলিয়ানদের। দুয়ে দুয়ে চার - যোগফল মিলে গেলো। ব্রাজিল মাঠে নামার আগেই জানতে পারলো উরুগুয়ের কাছে ভেনেজুয়েলা হেরেছে ২-০ গোলে। বাকি ছিল নিজেদের কাজটা করা। প্যাাগুয়ের বিপক্ষে সেটাও করে নিলো সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। সে সঙ্গে লাতিন আমেরিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ৬ দল। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থেকে ২য় স্থানে ইকুয়েডর। তালিকার ৭ নম্বরে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৬ ম্যাচে ১৮। বাকি দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৪। সে ক্ষেত্রে ব্রাজিল এবং ইকুয়েডরকে পেছনে ফেলা আর তাদের পক্ষে সম্ভব নয়। এমনকি এরপর বলিভিয়া (১৭ পয়েন্ট), পেরু (১২ পয়েন্ট), চিলির (১০ পয়েন্ট) পক্ষে তো সম্ভব নয়ই। কারণ, সবারই বাকি আছে আর ২টি করে ম্যাচ। কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন কার্লো আনচেলত্তি। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ব্রাজিল দলে গতি ফিরিয়ে আনা। গতি, স্কিল, আর নিজেদের মধ্যে বোঝাপড়া- ব্রাজিল দলে দীর্ঘদিন পর এমনটা দেখা গেলো। প্রচন্ড গতিময় খেলা খেলতে দেখা গেছে ব্রাজিলকে। সবচেয়ে বড় কথা, পুরো ম্যাচে যেন ব্রাজিলের পেছন পেছন দৌড়েছে প্যারাগুয়ে ফুটবলাররা। বল পজেশনে ৭৩ ভাগ দখলে ছিল স্বাগতিকদের। যে ২৭ প্যারাগুয়ের দখলে ছিল, সেটা ছিল শুধু রক্ষণাত্মক খেলার কারণে। পুরো ম্যাচে ব্রাজিল অসাধারণ খেললেও প্যারাগুয়ের ছিল জমাট রক্ষণ। গোলমুখে এসে ব্রাজিলিয়ানদের শটই নিতে দেয়নি তারা। গোলে মাত্র ৪টি শট নিতে পেরেছে স্বাগতিকরা। শটের চেষ্টা ছিল ১১টি। অন্যদিকে প্যারাগুয়ে গোলে শট নিয়েছে মাত্র ১টি। চেষ্টা ছিল ৫টি। ৪৪তম মিনিটে ডান পাশ থেকে রাফিনহা বল নিয়ে অনকদূর এগিয়ে আসেন। বক্সের সামনেই দুই ডিফেন্ডারের বাধায় বল হারিয়ে ফেলেন। তবে, ম্যাথিউস চুনহা সেটিকে হারাতে দিলেন না। অনেকদূর দৌড়ে এসে বলের নিয়ন্ত্রণ নিয়েই পোস্টের সামনে পাস দেন। সেই পাসে গোলরক্ষক এবং দুই ডিফেন্ডারের ফাঁকগলে ডান পায়ের ছোঁয়া দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বল জড়িয়ে গেলো প্যারাগুয়ের জালে। ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, ‘আজকের জয় নিয়ে আমরা খুব খুশি। আমাদের জয়টা খুব প্রয়োজন ছিল সমর্থকদের জন্য এবং বিশ্বকাপে খেলা নিশ্চিত করার জন্য। এটাই ছিল এই ম্যাচে আমাদের মূল লক্ষ্য।’ ‘এখন তিনি (আনচেলত্তি) অনেক সময় পাবেন দলটাকে গুছিয়ে তোলার জন্য। কোথায় কোথায় উন্নতি প্রয়োজন, সেটা বের করতে পারবেন তিনি এবং সে অনুযায়ী কাজ করতে পারবেন। আজকের ম্যাচটা হয়তো আমাদের সেরা ম্যাচ ছিল না। তবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন এবং ভালোভাবে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে এই ম্যাচে জয় খুব প্রয়োজন ছিল।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স