ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অবিলম্বে সংস্কার গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে-নাহিদ রাতারাতি শত কোটি টাকার মালিক কাজল মোল্লা রাজধানীর মোহাম্মদপুর থানায় ১০ লাখ টাকার মাদক গায়েব ২৬ দিনে ১৯৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯ জনস্বাস্থ্যের প্রকল্পে নজিরবিহীন অনিয়ম চাঁদাবাজিকালে আটক বৈষম্যবিরোধীর ৩ ও ছাত্রসংসদের ১ নেতা রিমান্ডে দেহাবশেষগুলো ছিল পরিচয় না পাওয়া ২ শিক্ষার্থীর পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি-ফখরুল ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে-উপদেষ্টা ফরিদা আমরা বিকৃত ইতিহাস থেকে সত্যকে উদ্ধার করতে চাই-উপদেষ্টা আদিলুর ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার দুই তরুণের স্বপ্ন, সারা বিশ্বের বাংলাদেশীদের সহজ জীবন ইমেজ সংকটে এনসিপি পাল্টে যাচ্ছে ঢাবির চেহারা গত বছর বিএনপির আয় প্রায় ১৬ কোটি, ব্যয় প্রায় ৪ কোটি টাকা টাকা ছাড়া মামলার নথি শুনানির জন্য যায় না আদালতে যশোর-খুলনা মহাসড়কের মুড়লীতে আরসিসি রিজিট ঢালাইয়ে ব্যাপক অনিয়ম তিন মডেলের ওয়ালটন মনিটর এখন আরো সাশ্রয়ী মূল্যে

ইংলিশদের কাছে ধবলধোলাই হলো উইন্ডিজ

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৩:৩৭ অপরাহ্ন
ইংলিশদের কাছে ধবলধোলাই হলো উইন্ডিজ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৩৭ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে ইংলিশরা গড়ে রানের পাহাড়, ২৪৮ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ২১১ রানে। সাউদাম্পটনের দ্য রোজ বোলে টস জিতে আগে ফিল্ডিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতেই ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে পাঠিয়ে দেন জেমি স্মিথ ও বেন ডাকেট। মাত্র ৫৩ বলে টর্নেডো গতিতে ১২০ রানের জুটি গড়েন তারা দুই জন। জেমিকে শিকার করে এই জুটি ভাঙেন গুডাকেশ মোটি। ২৬ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন জেমি। তার প্রায় ২৩১ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। দ্বিতীয় উইকেটে ১৯ বলে ৩৪ রানের জুটি গড়েন ডাকেট ও জস বাটলার। বাটলার ১০ বলে ২২ রান করে শেরফান রাদারফোর্ডের বলে আউট হন। তারপর হ্যারি ব্রুক ও ডাকেটের জুটিও বড় হয়নি। ১৭ বলে আসে ২৪ রান। সেঞ্চুরির পথে এগোতে থাকা ডাকেট আউট হলে ভেঙে যায় এই জুটি। ডাকেটের ব্যাট থেকে আসে ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান। ৪৬ বলের এই ঝলমলে ইনিংসে ডাকেট হাঁকান ১০টি চার ও দুইটি ছক্কা। স্ট্রাইকরেট ছিল প্রায় ১৮৩। তারপর আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। ৩১ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ব্রুক ও জ্যাকব বেথেল। ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ব্রুক ২২ বলে ৩৫ রান করেন। তার ব্যাট থেকে আসে দুইটি করে চার ও ছক্কা। বেথেল ২২৫ স্ট্রাইকরেটে ১৬ বলে করেন ৩৬ রান। তার ইনিংসে ছিল একটি চার ও চারটি ছক্কা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিদায় নেন এভিন লুইস ও জনসন চার্লস। দুই ওপেনারই ৯ রান করে আউট হন। তারপর শিমরন হেটমায়ার ৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। একটি চার ও তিনটি ছক্কা আসে ব্যাট থেকে। হোপ ও হেটমায়ারের জুটিতে আসে ১৩ বলে ৩২ রান। তারপর ২৮ বলে ৪৯ রানের জুটি আসে হোপ ও রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে। হোপকে শিকার করে জুটি ভাঙেন ব্রাইডন কার্স। ২৭ বলে ৪৫ রান করে ক্যারিবীয় অধিনায়ক। তার ব্যাট থেকে আসে তিনটি করে চার ও ছক্কা। জেসন হোল্ডারকে নিয়েও ঝড়ো জুটি গড়েন পাওয়েল। তাদের জুটিতে আসে ২৬ বলে ৫২ রান। হোল্ডার করেন ১২ বলে ২৫ রান। হাঁকান তিনটি ছক্কা। তারপর একাই লড়াই করে পাওয়েল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৭ রানের জয় পায় ইংল্যান্ড। পাওয়েল খেলেন ৪৫ বলে হার না মানা ৭৯ রানের ইনিংস। প্রায় ১৭৬ স্ট্রাইকরেটের ইনিংসে নয়টি চার ও চারটি ছক্কা হাঁকান পাওয়েল। ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট শিকার করেন লুক উড। আদিল রশিদ নেন দুইটি উইকেট। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বেন ডাকেট। সিরিজ সেরা হয়েছেন ১৬৫ রান করা জস বাটলার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ