ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল

ইংলিশদের কাছে ধবলধোলাই হলো উইন্ডিজ

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৩:৩৭ অপরাহ্ন
ইংলিশদের কাছে ধবলধোলাই হলো উইন্ডিজ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৩৭ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে ইংলিশরা গড়ে রানের পাহাড়, ২৪৮ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ২১১ রানে। সাউদাম্পটনের দ্য রোজ বোলে টস জিতে আগে ফিল্ডিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতেই ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে পাঠিয়ে দেন জেমি স্মিথ ও বেন ডাকেট। মাত্র ৫৩ বলে টর্নেডো গতিতে ১২০ রানের জুটি গড়েন তারা দুই জন। জেমিকে শিকার করে এই জুটি ভাঙেন গুডাকেশ মোটি। ২৬ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন জেমি। তার প্রায় ২৩১ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। দ্বিতীয় উইকেটে ১৯ বলে ৩৪ রানের জুটি গড়েন ডাকেট ও জস বাটলার। বাটলার ১০ বলে ২২ রান করে শেরফান রাদারফোর্ডের বলে আউট হন। তারপর হ্যারি ব্রুক ও ডাকেটের জুটিও বড় হয়নি। ১৭ বলে আসে ২৪ রান। সেঞ্চুরির পথে এগোতে থাকা ডাকেট আউট হলে ভেঙে যায় এই জুটি। ডাকেটের ব্যাট থেকে আসে ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান। ৪৬ বলের এই ঝলমলে ইনিংসে ডাকেট হাঁকান ১০টি চার ও দুইটি ছক্কা। স্ট্রাইকরেট ছিল প্রায় ১৮৩। তারপর আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। ৩১ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ব্রুক ও জ্যাকব বেথেল। ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ব্রুক ২২ বলে ৩৫ রান করেন। তার ব্যাট থেকে আসে দুইটি করে চার ও ছক্কা। বেথেল ২২৫ স্ট্রাইকরেটে ১৬ বলে করেন ৩৬ রান। তার ইনিংসে ছিল একটি চার ও চারটি ছক্কা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিদায় নেন এভিন লুইস ও জনসন চার্লস। দুই ওপেনারই ৯ রান করে আউট হন। তারপর শিমরন হেটমায়ার ৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। একটি চার ও তিনটি ছক্কা আসে ব্যাট থেকে। হোপ ও হেটমায়ারের জুটিতে আসে ১৩ বলে ৩২ রান। তারপর ২৮ বলে ৪৯ রানের জুটি আসে হোপ ও রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে। হোপকে শিকার করে জুটি ভাঙেন ব্রাইডন কার্স। ২৭ বলে ৪৫ রান করে ক্যারিবীয় অধিনায়ক। তার ব্যাট থেকে আসে তিনটি করে চার ও ছক্কা। জেসন হোল্ডারকে নিয়েও ঝড়ো জুটি গড়েন পাওয়েল। তাদের জুটিতে আসে ২৬ বলে ৫২ রান। হোল্ডার করেন ১২ বলে ২৫ রান। হাঁকান তিনটি ছক্কা। তারপর একাই লড়াই করে পাওয়েল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৭ রানের জয় পায় ইংল্যান্ড। পাওয়েল খেলেন ৪৫ বলে হার না মানা ৭৯ রানের ইনিংস। প্রায় ১৭৬ স্ট্রাইকরেটের ইনিংসে নয়টি চার ও চারটি ছক্কা হাঁকান পাওয়েল। ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট শিকার করেন লুক উড। আদিল রশিদ নেন দুইটি উইকেট। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বেন ডাকেট। সিরিজ সেরা হয়েছেন ১৬৫ রান করা জস বাটলার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স