ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইমেজ সংকটে এনসিপি পাল্টে যাচ্ছে ঢাবির চেহারা গত বছর বিএনপির আয় প্রায় ১৬ কোটি, ব্যয় প্রায় ৪ কোটি টাকা টাকা ছাড়া মামলার নথি শুনানির জন্য যায় না আদালতে যশোর-খুলনা মহাসড়কের মুড়লীতে আরসিসি রিজিট ঢালাইয়ে ব্যাপক অনিয়ম তিন মডেলের ওয়ালটন মনিটর এখন আরো সাশ্রয়ী মূল্যে বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ কুয়াকাটায় উদ্বোধনের আগেই সমুদ্রে বিলীন ৫ কোটি টাকার সড়ক নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সৈকতে ভাঙন নোয়াখালীর হাতিয়ায় বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনে ইসির আবেদন আহ্বান বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষায়Ñ আমীর খসরু দেশে আর যেন নিপীড়নের শাসন ফিরে না আসেÑ গণপূর্ত উপদেষ্টা ময়লা-আবর্জনায় ঠাসা ডিএনসিসির খালগুলো সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতেই নির্বাচন হবে-সিইসি জাতীয় সনদ প্রস্তুত ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত

শ্রীলঙ্কা সফর সামনে রেখে টাইগারদের প্রস্তুতি চলছে মিরপুরে

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪১:৪৭ অপরাহ্ন
শ্রীলঙ্কা সফর সামনে রেখে টাইগারদের প্রস্তুতি চলছে মিরপুরে
শ্রীলঙ্কা সফর দিয়ে ২০২৫-২৭ চক্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। সেই প্রস্তুতি চলছে মিরপুর হোম অব ক্রিকেটে। বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স গতকাল বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছে। দায়িত্ব পাওয়ার পর পেস বোলিং কোচ শন টেইট গত মঙ্গলবার থেকে কাজ শুরু করে দিয়েছেন। গতকাল বুধবার যোগ দিয়েছেন মুশতাক আহমেদ। আপাতত টেস্ট দল নিয়েই চলছে প্রস্তুতি। সীমিত ওভারের দলের কাজ শুরু হবে কয়েকদিন পর। ২০১৭ সালের পর এবারই প্রথম তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ জুন শুরু সিরিজের প্রথম টেস্ট। পরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ম্যাচ শুরু ২৫ তারিখ। ২০০৭ সালের পর ওই মাঠে আর টেস্ট খেলেনি বাংলাদেশ। দুই টেস্টের জন্য বাংলাদেশ এরই মধ্যে ১৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। শান্তকে অধিনায়ক ও তার ডেপুটি করা হয়েছে মিরাজকে। সবশেষ টেস্ট স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার মাহমুদুল হাসান জয়, পেসার তানজিম হাসান সাকিব ও স্পিনার তানভীর ইসলামকে শ্রীলঙ্কা সফরে নেওয়া হয়নি। লিটন দাস, ইবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা দলে ফিরেছেন। তাদের সঙ্গে আছেন হাসান মুরাদ। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। হজ পালন শেষে তাইজুল এখনো দলের সঙ্গে যোগ দেননি। বাকি তিন স্পিনার মিরাজ, মুরাদ ও নাঈম স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে আলাদা করে কাজ করেছেন। ইনডোরের আউটডোর মাঠে তিন স্পিনারকে নিয়ে প্রথমে চেয়ারে বসে বোলিং বোঝাচ্ছিলেন মুশতাক। পরে উইকেটে গিয়ে হাত ঘুরিয়েছেন স্পিনাররা। পেসাররা টেইটের সঙ্গে লম্বা সেশন কাটিয়েছেন। ইবাদতকে নিয়ে অস্ট্রেলিয়ান কোচের আলাদা কাজ করতে দেখা গেছে। পায়ের চোটে প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ফিরেছেন ইবাদত। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। এ কারণে বিশ্বকাপসহ এক বছরের বেশি সময় সব ধরনের খেলার বাইরে ছিলেন। চোট পাওয়ার ১৬ মাস পর গত বছর নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফেরেন দ্রুতগতির বোলার। এরপর বিপিএল, ঢাকা লিগ ও ‘এ’ দলের ম্যাচ খেলে পুরোনো ডেরায় ফিরলেন ডানহাতি পেসার। বিসিবির সহ-সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমকে এদিন অনুশীলনে দেখা গেছে। ব্যাটিং করে আসা অধিনায়ক শান্তর সঙ্গে নেটের পাশে আলাদা করে কথা বলতে দেখা গেছে তাকে। টুকটাক ব্যাটিংও বোঝাচ্ছিলেন, দূর থেকে বোঝা গেছে। আগামীকাল শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স