ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন দলের নিবন্ধনে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে জেন-জি আন্দোলনে উত্তাল দক্ষিণ এশিয়া আমেরিকাই কি ব্রিকসকে এগিয়ে দিচ্ছে? কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু রাজধানীতে অবৈধ ওয়াকিটকি ব্যবসায় জড়িত দু’জন গ্রেফতার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ এস আলমের দুই ছেলেসহ ১০ জনের নামে মামলা ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার দু’ইউনিয়ন নিয়ে হাইকোর্টে রিট বাগেরহাটের ৪ আসন বহালের দাবিতে মিছিল দু’দিন হরতাল পুলিশের মিথ্যা তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী মৃত্যুশয্যায় বেবিচকের কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া মা-নবজাতকের যত্নে পরিবর্তন আনছে স্বাস্থ্যশিক্ষা ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু পাট পণ্যের উপযোগিতাকে প্রাধান্য দিতে হবেÑ বাণিজ্য উপদেষ্টা গুণতে হবে বিপুল টাকা নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন-নাছির

স্মার্ট কার্ড জটিলতায় হিলিতে টিসিবি বঞ্চিত ৫ হাজার পরিবার

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ১২:১৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:১৮:৪৮ পূর্বাহ্ন
স্মার্ট কার্ড জটিলতায় হিলিতে টিসিবি বঞ্চিত ৫ হাজার পরিবার
হিলি প্রতিনিধি
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র স্মার্ট কার্ড না থাকায় গত ৪ মাস থেকে দিনাজপুরের হিলিতে উপজেলায় ৫ হাজার সুবিধাভোগী পাচ্ছেন না টিসিবি পণ্য।  এতে করে চরম দুর্ভোগে পড়েছেন তারা। দীর্ঘদিন টিসিবি পণ্য কিনতে না পারায় ক্ষুব্ধ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এদিকে কর্তৃপক্ষ বলছেন, ভুক্তভোগীদের যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। সরাসরি টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ন্ত্রণ করছেন। বঞ্চিতরা আগামী অর্থ বছরে পেতে পারে। উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ১০ হাজার ৫৭১ জন ফ্যামেলি কার্ডের কার্ডধারী রয়েছেন। তার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ৫ হাজার ৫৪০ জন। এখনো স্মার্ট কার্ড পাননি ৫ হাজার ৩১ জন। এর মধ্যে শুধু পৌরসভায় এক হাজার ৩৮৫ জন পায়নি স্মার্ট কার্ড।  এছাড়াও ১ নং খট্টামাধবপাড়া এক হাজার ৯৩৭ জন, ২ নং বোয়লাদাড় ইউনিয়নে ৫শ’ ৪  জন ও ৩ নং আলীহাট ইউনিয়নে ১ হাজার ২শ’ ৫ জন সুবিধাভোগী স্মার্ট কার্ড পায়নি। ফলে তারা কিনতে পারছেন না স্বল্প মূল্যে টিসিবি পণ্য। পৌরসভার ৯ নং ওয়ার্ড বাসিন্দা শাহানাজ পারভিন জানান, স্মার্ড কার্ড না থাকায় গত চার মাস থেকে তিনি  টিসিবি পণ্য কিনতে পারছেন। প্রতিবার ভ্যান ভাড়া দিয়ে টিসিবি পণ্য কিনতে যান। কিন্তু স্মার্ট কার্ড না থাকায় খালি হাতে বাসায় ফিরে যেতে হয়।  তিনি আক্ষেপ করে বলেন, গত রমজান মাসেও টিসিবি কিনতে পারেনি। ভেবে ছিলেন, এবার কোরবানি ঈদে হয়তো কিনতে পারবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য