ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায়

পঞ্চগড়ের কাগজিয়া পাড়া কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ১২:১৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:১৭:০৫ পূর্বাহ্ন
পঞ্চগড়ের কাগজিয়া পাড়া কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌরসভার কাগজিয়াপাড়া কবরস্থানের কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কাগজিয়াপাড়া এলাকায় পঞ্চগড় সুগার মিল এলাকার ট্রেনিং কমপ্লেক্স   ঈদগাছ মাঠ সংলগ্ন কবরস্থানে এ ঘটনাটি ঘটে। এদিকে গত সোমবার তেলিপাড়া গ্রামের আব্দুল কাদের তার বাবার কবর জিয়ারত করতে গেলে চোখে পড়ে খোঁড়া কবর ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাটি। বিষয়টি তার মাধ্যমে জানাজানি হওয়ার পরপরই অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন। একই সাথে ছুটে আসেন মৃত ব্যক্তিদের স্বজনরা। কঙ্কাল চুরি যাওয়া মৃত ব্যক্তিরা হলেন, ২০২৪ সালে মারা যাওয়া তসিরুল আলম, চার বছর আগে মারা যাওয়া রাইয়ান আজমি বিজয়, দুই বছর আগে মারা যাওয়া হামিদা বেগম, তোজো  ও এক বছর আগে মারা যাওয়া আব্দুস সাত্তার।
স্থানীয়রা জানান,  দিবাগত  গভীর রাতে দুর্বৃত্তরা গোপনে কবরস্থানে প্রবেশ করে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কালগুলো তুলে নিয়ে যায়। একই সময় একটি কবরের ওপর কালো রঙের লুঙ্গি পরে থাকতে দেখা গেছে। পঞ্চগড় পৌরসভার তেলিপাড়া গ্রামের সোহেল  বলেন, আমি প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করতে কবরস্থানে যাই। আজ  সকালে এসে ৫টি কবরের মাটি খোঁড়া দেখে গোরস্তান কমিটি ও স্থানীয়দের অবগত করি। দুলাল নামে আরেকজন বলেন, আমার বাবা ও ভাতিজাকে এই কবরস্থানে মাটি দেওয়া হয়েছে। সকালে খবর পাই যে তাদের দুজনসহ মোট ৫ জনের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাই আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। এমন অমানবিক কাজ যারা করেছে তাদের শনাক্ত করে  গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। ঈদগাহ ময়দান ও কবরস্থান কমিটির সহ-সভাপতি বিষয়টি নিশ্চিত করে বলেন, এই কবরস্থানগুলো একটি অরক্ষিত স্থান। রাতের অন্ধকারে অনেক সময় মাদক সেবনসহ বিভিন্ন রকমের মানুষ এই কবরস্থানে আসে। একই সাথে দুর্বৃত্তরাও ঘোরাফেরা করে। এর আগেও পঞ্চগড় জেলায় এমন কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আমার মতে এই স্থানগুলোতে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, খবর পেয়ে আমরা পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠিয়েছি। একই সাথে বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য