ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেনি ২৫ হাজার শিক্ষার্থী - কুমিল্লা শিক্ষা বোর্ড

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০৭:৫৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:১১:৫৩ পূর্বাহ্ন
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেনি ২৫ হাজার শিক্ষার্থী - কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লা থেকে মো. রজ্জব আলী
কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় নিয়মিত ২৫ হাজার ৪৪০ জন শিক্ষার্থী ফরম পূরণ না করায়  তারা পরীক্ষায় অংশ নিতে পারছেন না। ফলে ঝরে পড়েছে এসব শিক্ষার্থীরা। তবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। বোর্ডের অধীন ছয়টি জেলাতেও একই চিত্র দেখা গেছে।
এ বছর কুমিল্লা বোর্ডে তিনটি পরীক্ষাকেন্দ্র কমেছে। কোনো ভেন্যু কেন্দ্র না থাকলেও কয়েকটি কলেজে উপকেন্দ্র রয়েছে। আগামী ২৬ জুন সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে জেলাগুলোতে প্রশ্নপত্র পাঠানো হয়েছে এবং অন্যান্য পরীক্ষা সামগ্রী পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন।
বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন জানান, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার জন্য ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে ৫৯ হাজার ৯ জন মেয়ে এবং ৪২ হাজার ৭৪১ জন ছেলে। ১৯২টি কেন্দ্রে ৪৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
কুমিল্লা জেলায় সর্বোচ্চ সংখ্যক ৩৫ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী রয়েছে, যার মধ্যে ১৫ হাজার ৩৪৮ জন ছেলে এবং ২০ হাজার ১০২ জন মেয়ে। লক্ষ্মীপুর জেলায় সর্বনিম্ন ১০ হাজার ১৭ জন পরীক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে ৪ হাজার ৬৮৭ জন ছেলে এবং ৫ হাজার ৩৩০ জন মেয়ে। এদের মধ্যে ৮৩ হাজার ৭৪ জন নিয়মিত এবং ১৮ হাজার ৬৭৬ জন অনিয়মিত পরীক্ষার্থী।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০২৩ সালে একাদশ শ্রেণিতে ১ লাখ ২৭ হাজার ১৯০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ২৩৮ জন, মানবিক বিভাগে ৪৭ হাজার ৯৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী ছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, অনেক ছেলেই পড়াশোনায় অমনোযোগী। কেউ কেউ একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর বিদেশে চলে যায়, আবার কেউ সিলেবাসের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে ফরম পূরণ করেনি। তবে মেয়েরা তুলনামূলকভাবে পড়াশোনায় বেশি মনোযোগ দেয়।
তিনি আরও বলেন, ভেন্যু কেন্দ্র বাদ দিয়ে নতুনভাবে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় স্বচ্ছতা আনতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। পরীক্ষার রুটিন ও কেন্দ্রগুলোর নাম বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য