ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ইসরায়েলের তীব্র ক্ষোভ ভারতে স্কুল ভবন ধসে প্রাণ গেল ৭ শিশুর ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের ভারতের কোচ হওয়ার স্বপ্ন ভাঙল জাভির সান্তোস ছাড়ার ইঙ্গিত দিলেন নেইমার! বার্নাব্যু ছাড়তে নারাজ এনদ্রিক আট বছর পর টেস্টে ৫ উইকেট শিকার স্টোকসের আট বছর পর টেস্টে ৫ উইকেট শিকার স্টোকসের পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন শাহিন আফ্রিদি শেষ ম্যাচে জয় পাওয়ার পরেও উইকেটের উপর ক্ষোভ সালমানের সাইফউদ্দিনের পারফরম্যান্সে খুশি লিটন বিশ্বকাপই লিটনের মূল লক্ষ্য খায়রুল হকের হঠকারী রায়ে গুম, খুনের লাইসেন্স পেয়েছিল রাজনৈতিক মাফিয়ারা খায়রুল হককে গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন ফখরুল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে সন্দেহ রয়েছে-নুর দুই শর্তে ৫৪ ধারায় গ্রেফতার করা যাবে-আসিফ নজরুল সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চান ইসি কর্মকর্তারা একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ মাইলস্টোনে হেল্প ডেস্ক স্থাপন, নিখোঁজদের তথ্য সংগ্রহ চলছে

পোরশায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০৭:৫৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:১২:২৫ পূর্বাহ্ন
পোরশায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
কৃষিই সমৃদ্ধি-এর আলোকে নওগাঁর পোরশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পোরশার আয়োজনে গত সোমবার দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় অনুষ্ঠিত কংগ্রেস সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবুল কালাম আজাদ। সভায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে কৃষি বা নিরাপদ খাদ্য উৎপাদন, নতুন নতুন কৃষি জাত ফসলের সম্প্রসারণ, কৃষিতে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধিসহ কীটনাশকের ব্যবহার কমানো, চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়ামতুল্লাহ ও আফজাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধীক কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, খামারিগণ উপস্থিত ছিলেন।
কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। গত সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাঁচটি গ্রুপে ১৫ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসতিয়াক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সবুজ ক্লান্তি, সিকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এসআই জয়দেব জয়ধর, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই এ, বি, এম আনিসুল হক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য