ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

কুড়িগ্রামে কেজিতে বিক্রি হচ্ছে জীবন্ত গরু-ছাগল

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:১৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:১৬:২৭ অপরাহ্ন
কুড়িগ্রামে কেজিতে বিক্রি হচ্ছে জীবন্ত গরু-ছাগল
কুড়িগ্রাম প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে কুড়িগ্রামে কেজিতে বিক্রি হচ্চে গরু-ছাগল। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পরছেন কুড়িগ্রামের খামারিরা। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ও দেশিয় পদ্ধতিতে গরু লালন-পালনসহ মোটাতাজা করছেন জেলার খামারিরা। লাভের আশায় শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত তারা। গরু-মহিষ ছাগলসহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু মোটাতাজা বা হৃষ্টপুষ্ট করা হয়েছে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন জেলার খামারিরা। জেলা প্রাণিসম্পদ সূত্রে জানা যায়, এবারের ঈদুল আযহার কোরবানির জন্য কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ ও তত্ত্বাবধানে ৫ শতাধিক ছোট-বড় খামারে গরু ১লাখ ৩০হাজার ৭শ ৪২টি আর ১লাখ ৫৫হাজার ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। জেলায় এ বছর কোরবানির জন্য চাহিদা রয়েছে ১লাখ ৭২ হাজার হাজার পশু। উদ্বৃত্ত থাকবে ৫৭ হাজার পশু। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ বছর ঈদে কোরবানির জন্য প্রস্তুত ১লাখ ৩০হাজার ৭শত ৪২টি গরু আর ১ লাখ ৫৫ হাজারটি ছাগল প্রস্তুত করা হয়েছে। এবার জেলার চাহিদা রয়েছে ১লাখ ৭২ হাজার। যা এ জেলার চাহিদা পূরণ করে অন্য জেলায় চলে যাবে। এদিকে অনেকেই বাড়িতেই গড়ে তুলেছেন পারিবারিক খামার। আর এসব খামারে কাজ করে অনেকের কর্মসংস্থান সৃষ্ঠি হচ্ছে। দিন-রাত পরিচর্যা করে কোরবানির পশুর হাটে পশুগুলি তুলতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারাও। কোনো ক্ষতিকর ও ভেজাল খাদ্য ছাড়া দেশীয় পদ্ধতিতে খাবার খাইয়ে গরু মোটাতাজা বা হৃষ্টপুষ্ট করা হচ্ছে। এছাড়াও কোরবানির পশু বেচা-কেনার জন্য এ বছর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলায় স্থায়ী ও অস্থায়ীভাবে ২৯টি পশুর হাটের অনুমতি দেয়া হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী এলাকার আ্যাপোলো ইন্টিগ্রেটেড এগ্রো ফার্মের শ্রমিক আজাদ মিয়া(৪০), হানিফ মিয়া(৬০)সহ অনেকেই বলেন, আমাদের খামারে গরু-ছাগল রোগমুক্ত। মানুষের শরীরে যাতে কোন ক্ষতি না হয় সেই সব খাবার গরু-ছাগলকে আমরা দেই। প্রতিনিয়ত ঘাস, ভুট্টা, খড়সহ প্রাকৃতিক খাবার দেই। এভাবেই আমরা প্রতি কোরবানি ঈদের জন্য গরু প্রস্তুত করে থাকি। এছাড়া এখানে কেজিতে গরু-ছাগল বিক্রি হওয়াতে ক্রেতারও আনাগোনা অনেক বেশি। খামারে আসা মাসুদ মিয়া (৪৫) বলেন, গরু কেজিতে কিনতে এসেছি। বাজারে গেলে দালালের খপ্পরে পরতে হয়। এখানে দেখে শুনে কমদামে ভালো গরু পাওয়া যায়। আর কেজিতে হওয়াতে অর্থের দিক দিয়েও অনেক সাশ্রয়। আ্যাপোলো ইন্টিগ্রেটেড এগ্রো ফার্মের পরিচালক লতিফুর রহমান আনন্দ বলেন, আমাদের ফার্মে একশত গরুসহ রয়েছে ছাগল। এখানে লাইভ ওয়েটে গরু ও ছাগল বিক্রি করা হয়। প্রতি কেজি গরু ৪৫০ টাকা আর ছাগল ৫৭০ টাকা কেজি দরে বিক্রি করি। হাওয়াই এর চেয়ে লাইফ ওয়েটে কিনলে ক্রেতা অনেক লাভবান হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য