
ক্রিমিয়া রেলসেতুতে ১১০০ কেজি বিস্ফোরক দিয়ে হামলা
- আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:০৬:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:১১:১৮ পূর্বাহ্ন


রুশ বোমারু বিমান ধ্বংসের দাবির পর গত মঙ্গলবার রাশিয়া এবং ক্রিমিয়া উপদ্বীপকে সংযোগকারী সড়ক ও রেলসেতু বিস্ফোরক দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এসবিইউ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ১,১০০ কিলোগ্রাম (২,৪২০ পাউন্ড) বিস্ফোরক ব্যবহার করেছে যা এদিন ভোরে বিস্ফোরিত হয়। এতে সেতুটির পানির নিচে থাকা পিলারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলসেতুটি অতীতে ইউক্রেনে রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট ছিল। রাশিয়ার সরকারি একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় ভোর ৪টা থেকে সকাল ৭টার মধ্যে প্রায় তিন ঘণ্টা সেতুটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। রেলসেতুটি সাময়িকভাবে বন্ধের কোনো কারণ না জানানো হলেও, সেতুটি পুনরায় চালু করা হয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ চলছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এসবিইউ তার বিবৃতিতে বলেছে, ‘এর আগে, আমরা ২০২২ এবং ২০২৩ সালে দুবার ক্রিমিয়ান সেতুতে আঘাত হানি। সেই ধারাবাহিকতায় আজ আবার হামলা চালানো হয়েছে। বেশ কয়েক মাস ধরে অভিযানটির প্রস্তুতি নেয়া হয়।’ তবে রাশিয়ান সামরিক ব্লগাররা বলছেন, আক্রমণটি ব্যর্থ হয়েছে এবং অনুমান করা হচ্ছে এটি একটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন দিয়ে পরিচালিত হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ