ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে সজাগ থাকতে হবে-ডিএমপি কমিশনার বউ-শাশুড়ির মৃত্যু আহত ৮ ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের ৫ জনের মৃত্যু ওসির পর গোয়ালন্দের ইউএনও বদলি দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার অনুষ্ঠানের সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা উন্নত জীবনের নিশ্চয়তায় বাড়ছে বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আগামীর বাংলাদেশ হবে সকলের : কর্নেল আজাদ রামগতিতে ভুলুয়া নদীর ভাঙন রোধে মানববন্ধন সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ নাটোর মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট লালমনিরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি নেয়ার অভিযোগ সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস ও শামুক পাচারে নতুন আতঙ্ক চান্দিনায় খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগ সিরাজদিখানে ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র বেনাপোলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১ আমতলীতে যৌথবাহিনীর অভিযানে ৯ গাড়িতে মামলা ও ৩ গাড়ি আটক ৫ নভেম্বর পটিয়া অটো-টেম্পো সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

ঈদে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিমান

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১১:০৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১১:০৮:০৫ পূর্বাহ্ন
ঈদে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিমান
আগামী ৭ জুন দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এই উপলক্ষে রাজধানীবাসী পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছেন। সড়ক ও নৌপথের পাশাপাশি আকাশপথেও যাত্রীদের ভিড় বাড়ছে। যাত্রীচাহিদা বেড়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ তিনটি রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে। অন্যদিকে, বেসরকারি বিমান সংস্থাগুলো স্বাভাবিক ফ্লাইট অব্যাহত রেখেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর জানান, ঢাকা-রাজশাহী-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করা হয়েছে। রাজশাহী রুটে ২, ৫ ও ৭ জুন অতিরিক্ত ফ্লাইট রয়েছে। এর মধ্যে ২ তারিখের ফ্লাইট ইতোমধ্যে পরিচালিত হয়েছে, বাকি দুটি নির্ধারিত সময় অনুযায়ী চলবে। সৈয়দপুর রুটে ২, ৪ ও ৬ জুন অতিরিক্ত ফ্লাইট রয়েছে। এ ছাড়া ঈদের পর ৯ জুন কক্সবাজার রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, এখনও টিকিট পাওয়া যাচ্ছে এবং টিকিটের মূল্য বাড়ানো হয়নি। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, হটলাইন, বিকাশ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কাটলে যাত্রীরা ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, আমরা আগের মতোই স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করছি। এবারের ঈদে যাত্রী কিছুটা কম। কারণ, স্কুল-কলেজ আগেভাগে বন্ধ হয়ে গেছে এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও উন্নত হয়েছে, ফলে অনেকেই বিকল্প পথে যাত্রা করছেন। তিনি জানান, টিকিটের দাম ও প্রাপ্যতাও পূর্বের মতোই রয়েছে। নভোএয়ারের সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান মেসবাউল হকও জানান, তাদের ফ্লাইটের সংখ্যা অপরিবর্তিত রয়েছে এবং সব ফ্লাইট পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চলবে। এদিকে, সরেজমিনে ঢাকার অভ্যন্তরীণ টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা নির্ধারিত গন্তব্যের উদ্দেশে বিমানে উঠছেন। আমিনুর রহমান নামের এক যাত্রী জানান, তিনি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রংপুর যাচ্ছেন। সড়ক বা রেলপথের তুলনায় আকাশপথ বেশি স্বাচ্ছন্দ্যজনক হওয়ায় তিনি বিমান যাত্রাকেই বেছে নিয়েছেন। তিনি বলেন, টাকা কিছুটা বেশি লাগলেও সময় কম লাগে এবং আরামদায়ক ভ্রমণের জন্য আমি বিমানে যাই। আমার মতো অনেকেই এই সুবিধার জন্য আকাশপথে যাত্রা করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স