ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার পার্বত্য অঞ্চল নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সারজিস দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার সৎ মা-মেয়ে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড চট্টগ্রাম বন্দরের সার্ভিস চার্জের ভাগ চায় চসিক বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ- ফয়জুল করীম ৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি : এ কে আজাদ স্ত্রী-সন্তান-শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখালে ২ বছর জেল বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেফতার শিক্ষককে কুপিয়ে হত্যা গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর ৬ বছরের কারাদণ্ড টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরিÑ পরিবেশ উপদেষ্টা অক্সিজেন যোগান ৫ শতাংশ ঢাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলতি বছর অনুষ্ঠিত হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া ত্রয়োদশ নির্বাচন নিয়ে নতুন সংকট ত্রয়োদশ নির্বাচন নিয়ে নতুন সংকট ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৭ জনের মৃত্যু দুই ভাই বিয়ে করলেন এক নারীকে, খুশি নববধূও বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, উদ্বেগে ভারত যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যে ভারতে তোলপাড়
কারখানার ছাদ থেকে পড়ে মৃত্যু

শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১১:০৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১১:০৬:১৪ পূর্বাহ্ন
শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫
গাজীপুরের শ্রীপুরে জিন্নাত নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার আটতলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক জাকির হোসেনের (২৪) মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেন ওই কারখানার শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকরা ওই কারখানা ঘেরাও করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশের সাঁজোয়াযান এবং কারখানা ভাঙচুরের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে উভয়পক্ষের ২০-২৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় কারখানায় এ ঘটনা ঘটে। জাকির হোসেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের নয়নপুর (নতুন বাজার) এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন। গত সোমবার সন্ধ্যায় ছাদ থেকে পড়ে আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বিক্ষোভকারী শ্রমিকেরা অভিযোগ করেন, জাকির হোসেন কারখানা থেকে ছুটি চেয়েছিল। পরে ছুটি দেওয়া যাবে না বলে এক কর্মকর্তা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে কোন কর্মকর্তার কাছে ছুটি চাইতে গিয়েছিলেন তা জানাতে পারেননি তারা। পরে তিনি কারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। গত সোমবার রাত থেকে কারখানায় পুলিশ অবস্থান করছিলেন। সকালে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে ঘেরাও করে কারখানায় ভাঙচুরের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। উত্তেজিত শ্রমিকেরা প্রতিরোধের মুখে পুলিশের একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) গাড়িতে ভাঙচুর চালান। শ্রমিকেরা আরও দাবি করেন, পুলিশ শান্তিপূর্ণ শ্রমিকদের তাদের ওপর হঠাৎ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে তাদের ১৫-২০ জন শ্রমিক আহত হয়েছেন। জিন্নাত নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জুবায়ের এম বাশার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে জাকির কয়েকদিন যাবৎ হতাশায় ছিলেন। ওই শ্রমিক পারিবারিক হতাশাগ্রস্ত থেকে আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুটি চাওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক (শ্রীপুর জোন) আব্দুল লতিফ বলেন, শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। শ্রমিকদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ৯ জন পুলিশ সদস্য ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছেন। শ্রমিকরা আমাদের একটি এপিসি গাড়ি ভাঙচুর করেন। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ঘটনাস্থলে সেনাসদস্য, শিল্পপুলিশ, থানার পুলিশ উপস্থিত আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স