ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন আগস্টে সড়ক, রেল ও নৌ-পথ দুর্ঘটনায় নিহত ৫৬৩ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহিদ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অসুস্থ, জেরা হয়নি রাজসাক্ষীর ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কেরানীগঞ্জ-৩ আসন ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ আহত ১৫ ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ চবিতে সীমিত পরিসরে শুরু ক্লাস-পরীক্ষা নোংরা গলির দু’নম্বরী সাংবাদিকদের কবলে রাজউক লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন পিএসসি নন-ক্যাডার পরীক্ষায় সাজেশন দেয়ার নামে প্রতারণা গ্রেফতার ১ নুরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনও সক্রিয়- দুদু ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৪৪৫ রোগী দুদকের মামলায় হেনরীর জামিন নাকচ সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল- রিজভী

তামান্নার উজ্জ্বল ত্বকের গোপন টিপস

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৭:৫৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৭:৫৯:৪৬ অপরাহ্ন
তামান্নার উজ্জ্বল ত্বকের গোপন টিপস
৩৫ বছর বয়সেও তামান্না ভাটিয়া যেন ত্বকের জাদুতে ভরপুর! নায়িকা হিসেবে নিয়মিত মেকআপ আর স্টাইলিংয়ের ভেতর দিয়েও কীভাবে ত্বক রাখেন ঝকঝকে আর উজ্জ্বল, তা নিয়েই সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’কে দিয়েছেন চমৎকার কিছু ঘরোয়া টিপস। সেখানে তিনি জানিয়েছেন, সৌন্দর্যচর্চা মানেই দামি প্রসাধনী নয়। মায়ের কাছ থেকে পাওয়া ঘরোয়া টোটকা দিয়েই উজ্জ্বল ত্বকের দেখা পেয়েছেন তিনি। তামান্না বলেন, কিশোরী বয়সেই যখন অভিনয়ে নামেন তখন থেকেই মা তাকে শিখিয়েছেন কীভাবে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে হয়। প্রতিদিনের মেকআপ, হেয়ার স্টাইলিংয়ের কেমিকেল যেন ত্বকে ক্ষতি না করে সেজন্য তিনি বেছে নিয়েছেন এমন কিছু উপাদান, যা পাওয়া যায় ঘরেই। তিনি জোর দিয়ে বলেন, ‘যতটা সম্ভব অর্গানিক ও কাঁচা উপাদান ব্যবহার করতে হবে। আর ত্বকের ধরন অনুযায়ী মাস্কের পরিমাণ বা উপাদান সামান্য পরিবর্তন করাও জরুরি। যেমন শুকনো ত্বকে মধুর পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া ভালো।’ তামান্না ভাটিয়া শেয়ার করেছেন তার সৌন্দর্য চর্চায় দুটি সহজ কিন্তু কার্যকরী গোপন ফেস মাস্কের রেসিপি। এগুলোই তিনি ব্যবহার করেন নিজের ত্বকের যত্নে।
 
১/ এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব মাস্ক
উপকারিতা: ডেড সেল তুলে নরম ও মসৃণ করে তোলে ত্বক।
যা লাগবে-
১ চা চামচ চন্দনের গুঁড়া
১ চা চামচ কফির গুঁড়া
১ চা চামচ কাঁচা অর্গানিক মধু
 
ব্যবহারবিধি-
সব উপাদান একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে আলতো করে গোল আকারে ম্যাসাজ করে লাগান। চোখের চারপাশে লাগাবেন না। ১০ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
 
২/ ময়েশ্চারাইজিং ফেস মাস্ক
উপকারিতা: ত্বককে হাইড্রেট করে, লালচে ভাব কমায় এবং শীতলতা দেয়।
যা লাগবে-
গোলাপজল
বেসন
ঠান্ডা দই
 
ব্যবহারবিধি-
সব উপাদান মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। মুখে ও চোখের নিচেও লাগাতে পারেন। মাস্কটি শুকিয়ে এলে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
 
তামান্না জানান, সময় কম থাকলে শুধু এক্সফোলিয়েটিং মাস্ক ব্যবহারের পর গোলাপজল দিয়ে মুখ মুছে নিলেও ভালো ফল পাওয়া যায়। তো আর দেরি কেন? যারা তামান্নার সৌন্দর্য আর উজ্জ্বল ত্বকের রহস্য নিয়ে ভাবতেন তারা এখন চেষ্টা করে দেখতেই পারেন এই দুটি ঘরোয়া টিপস আপনাকে কতোটা ফল দেয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স