বাংলাদেশের শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে প্রথম আলোচনায় আসেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এরপর দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ সিনেমার মাধ্যমেও দুর্দান্ত সফলতা পান তিনি। সবশেষে শাকিবের সঙ্গে গেল ঈদে ‘বরবাদ’ এ অভিনয় করে আবারও আলোচনায় আসেন পশ্চিমবঙ্গের এই অভিনয়শিল্পী। তিনটি সফল সিনেমার পর এবার নতুন সিনেমা নিয়ে আসছেন এ ইধিকা। প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘বহুরূপ’র নতুন পোস্টার। এই পোস্টারে নজর কেড়েছে অভিনেত্রী ইধিকার লুক। সেখানে তাকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম এক লুকে। সিনেমাটিতে ইধিকাকে সাতটি রূপে সাতটি চরিত্রে দর্শক দেখতে পাবেন। সোহম চক্রবর্তীর বিপরীতে এতে দেখা যাবে তাকে। কাজটি চ্যালেঞ্জিং ছিল- দাবি করে এ সম্পর্কে ইধিকা বলেন, এটি আমার কাছে অন্যরকমের একটা সিনেমা। আমি এরকম কাজ এখনও করিনি। আমি সবসময় চাই এমন চরিত্রে অভিনয় করতে যাতে দর্শকের আগ্রহ বেশি থাকে। আমি প্রথম থেকেই ভাবছিলাম কীভাবে চরিত্রটা তুলে ধরব। তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল ততটাই চ্যালেঞ্জিং ছিল। তিনি আরও বলেন, আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাজটা করতে গিয়ে। সোহমদার মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য। তার কাছ থেকেও শিখেছি অনেক। এই সিনেমার পরিচালকও নতুন। বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে। আমরা সবাই কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এক্সপেরিমেন্টাল কাজ করেছি সিনেমার পুরো টিম। বাকিটা এবার দর্শক বলবে। ‘বহুরূপ’ পরিচালনা করছেন আকাশ মালাকার। সিনেমাটিতে থ্রিলারের পাশাপাশি প্রেম-ভালোবাসা-আবেগের স্বাদও পাবেন দর্শকরা। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, ভরত কল, দেবলিনা দত্ত প্রমুখ।
 
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
    
                            
                        এবার এক সিনেমাতেই সাতটি চরিত্রে দেখা যাবে ইধিকাকে
- আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৭:৫৩:০৪ অপরাহ্ন
 - আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৭:৫৩:০৪ অপরাহ্ন
 
                                  
                     
                            
                            
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                
 
 বিনোদন ডেস্ক