ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

এবার ঈদে মুক্তি পাচ্ছে নতুন ৭ সিনেমা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৭:৫০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৭:৫০:২৬ অপরাহ্ন
এবার ঈদে মুক্তি পাচ্ছে নতুন ৭ সিনেমা

ঈদ এলেই সিনেমা মুক্তির হিড়িক পড়ে। সিনেমার বাজার হয়ে ওঠে সরগরম। সারা বছর প্রেক্ষাগৃহ থাকে দর্শকশূন্য। নতুন সিনেমার অভাবে প্রেক্ষাগৃহের সংখ্যা দিন দিন কমে এখন ষাটের ঘরে। তবুও নতুন সিনেমা মুক্তির মাথাব্যথা কারো যেন নেই। শুধু ঈদ এলেই মৌসুমি পরিচালক-প্রযোজকরা তাদের সিনেমা নিয়ে হাজির হন। এ ঈদেও মুক্তির তালিকায় যোগ হয়েছিল ১২টি সিনেমা। কিন্তু প্রেক্ষাগৃহ সংকট, বুকিং এজেন্টদের ঝামেলাসহ নানা কারণে ব্যবসায়িক দিক বিবেচনায় অবশেষে অনেক মৌসুমি সিনেমা ব্যবসায়ী পিছু হটেন ঈদের বাজার থেকে। এখন পর্যন্ত তালিকায় টিকে আছে সাত সিনেমা। এগুলো হচ্ছে-‘তাণ্ডব’, ‘টগর’, ‘নীলচক্র’, ‘সর্দারবাড়ির খেলা’, ‘এশা মার্ডার : কর্মফল’, ‘ইনসাফ’ ও ‘উৎসব’। এরমধ্যে পিছিয়ে গেছে ‘নাদান’, ‘শিরোনাম’ নামের দুটি সিনেমা। আগামী ৭ জুন উদ্যাপিত হবে কুরবানির ঈদ। তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু পোস্টার প্রকাশ করে ঈদে আসার ঘোষণা দেওয়া বেশ কয়েকটি সিনেমার প্রচারণা নিয়ে নেই কোনো তোড়জোড়। ঘোষণা দিয়েই লাপাত্তা সংশ্লিষ্টরা। ‘নাদান’ ও ‘শিরোনাম’ সিনেমা দুটি ঈদে আসছে না, এমনটা নিশ্চিত করলেও ‘পিনিক’, ‘আলী’ ও ‘গোয়ার’ সিনেমা সংশ্লিষ্টরা রয়েছেন নীরব ভূমিকায়।
তাণ্ডব
বরাবরের মতো এবারও চাহিদার শীর্ষে রয়েছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি। রায়হান রাফী পরিচালিত এ সিনেমার পোস্টার ও টিজার অবমুক্ত করা হয়েছে সম্প্রতি। সিনেমায় শাকিব খানের নায়িকা নাটকের অভিনেত্রী সাবিলা নূর। এটি এ অভিনেত্রীর অভিষেক সিনেমা। এতে গুরুত্বপূর্ণ আরও একটি চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে এর গল্প। অ্যাকশন ধাঁচের এ সিনেমাটি ঈদেই মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা। তিনি বলেন, ‘আমরা ঈদেই আসছি। সেই লক্ষ্যেই কাজ করছি। এরইমধ্যে আমাদের সব কাজ প্রায় শেষ। দুই একদিনের ভিতর সেন্সরে জমা দেব।’
ইনসাফ
ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘ইনসাফ’। এরইমধ্যে এর প্রচার-প্রচারণায় বেশ সরব সংশ্লিষ্টরা। সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম ও শরিফুল রাজ। এ সিনেমার মধ্য দিয়ে ফারিণ প্রথমবার ফর্মুলা সিনেমার নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন। এর আগে এ অভিনেত্রীর ‘ফাতিমা’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এদিকে নেতিবাচক এক চরিত্রে প্রথমবার বড়পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এ সিনেমাটি নিয়েও রয়েছে দর্শক আগ্রহ। সম্প্রতি এর পোস্টার ও টিজার প্রকাশ হয়েছে। নির্মাতা জানান, সমাজ ও বিচারের প্রতিফলন এবং ন্যায়ের সন্ধান এক কঠিন লড়াইয়ের গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। কাজ প্রায় শেষ। চলতি সপ্তাহেই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে এটি। ইতোমধ্যেই টিজার বেরিয়েছে। দুটি গান, ট্রেলার প্রকাশ করব, সবই প্ল্যানমাফিক।’
নীলচক্র
মুক্তির জন্য প্রস্তুত আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী জুটির ‘নীলচক্র’ সিনেমাটিও। মিঠু খানের পরিচালনায় নির্মিত এ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল আমেরিকান ফিল্ম মার্কেটে। এর গল্পে রয়েছে সাইবার অপরাধের ভয়াবহ চিত্র, যেখানে ইন্টারনেট জগতে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলোর মুখোমুখি হতে হয় চরিত্রগুলোকে। নির্মাতা বলেন, ‘আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছি ফেব্রুয়ারিতেই। এরপরই সিদ্ধান্ত নেই ঈদে আসব, পরিবেশকরা সিনেমাটি নিয়ে খুব আশাবাদী। প্রথম সপ্তাহে শুধু সিনেপ্লেক্সে দিচ্ছি, সিঙ্গেল স্ক্রিনে দেব পরে। আমরা প্রচারণার জন্য একটা ক্যালেন্ডার সাজিয়েছি, সেই মতো এগোচ্ছি।’
টগর
আলোক হাসানের পরিচালনায় ঈদে আসছে ‘টগর’। এ সিনেমার মধ্য দিয়ে ফের জুটি বাঁধলেন আদর আজাদ ও পূজা চেরী। অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমাটি নিয়ে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। এরইমধ্যে পোস্টার, টিজার ও গানও প্রকাশ হয়েছে। নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমাটি ঈদে আসবে এটা আমরাই সবার আগে ঘোষণা দিয়েছিলাম। তখন তো বুঝতে পারিনি, এত সিনেমা ঈদে মুক্তি পাবে।’
এশা মার্ডার-কর্মফল
মুক্তির তালিকায় এবার যুক্ত হয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমাটিও। এতে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। তিনটি মেয়ের খুনের তদন্ত ঘিরে এগিয়েছে গল্প। এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। তিনি বলেন, ‘আমাদের সিনেমাটি আগে একাধিকবার মুক্তির মিছিলে ছিল, এটা সত্য। কিন্তু দুটি দৃশ্যের শুটিং বাকি থাকায় আমরা আসতে পারিনি। সব প্রস্তুতি সম্পন্ন করেই আমরা ঈদে আসছি। সার্টিফিকেশন বোর্ডেও জমা দিয়েছি।’
সর্দারবাড়ির খেলা
শবনম বুবলী অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। রাখাল সবুজ পরিচালিত এ সিনেমাটিও ঈদে মুক্তির তালিকায় এসছে। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে এটি। এর প্রাথমিক নাম ছিল ‘পুলসিরাত’। এ সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান। নির্মাতা বলেন, ‘আমরা সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়ে গেছি। হল বুকিং চলছে। পোস্টারও প্রকাশ করেছি। এখন টিজার, গান ছাড়ব। ভালো কিছুই হবে।’
উৎসব
একঝাঁক নাটকের শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে ‘উৎসব’ সিনেমাটি। নির্মাণ করেছেন তানিম নূর। এ সময়ের শিল্পীদের পাশাপাশি এতে দেখা মিলবে নব্বই দশকের বেশকিছু তারকা অভিনয়শিল্পীর। এর মধ্যে দিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন অপি করিম, সাদিয়া আয়মান প্রমুখ। নির্মাতা বলেন, ‘ঈদ উপলক্ষ্যে সিনেমা মুক্তির উৎসব হয় দেশে, কিন্তু ঈদকে কেন্দ্র করে কোনো সিনেমা নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি ঈদের উৎসবেই আমি সিনেমা মুক্তি দেব।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স