ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লোককে লিফলেট বিতরণ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসটিভি বায়ান্ন শিক্ষক সঙ্কটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা আড়ালে শক্তির জানান দিতে চায় জামায়াত নির্বাচন নিয়ে সংশয় উৎকণ্ঠায় বিএনপি পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়-প্রশ্ন সালাহউদ্দিনের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪ গুলিতে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল-সাবেক আইজিপি গোপালগঞ্জে গ্রেফতার আতঙ্ক ক্ষতির মুখে ব্যবসায়ীরা মাদ্রাসার মোহতামিমকে অবরুদ্ধ করে কমিটিতে বিএনপি নেতার স্বাক্ষর কুষ্টিয়ায় ‘চাঁদা না পেয়ে’ হামলার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত র‌্যাবের পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ জন কারাগারে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমান দুবাই থেকে ফিরল ৩০ ঘণ্টা বিলম্বে সাঁতার জানতেন ইবি শিক্ষার্থী সাজিদ, পুকুরে ডুবে মৃত্যু রহস্যজনক চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বিএনপির ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা-ভাঙচুর

বিএমইউর চিকিৎসকসহ আরও ১৯ জন বরখাস্ত

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন
বিএমইউর চিকিৎসকসহ আরও ১৯ জন বরখাস্ত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেবিন ব্লক এলাকায় হত্যাচেষ্টা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিকিৎসকসহ আরও ১৯ কর্মীকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত ৫ জানুয়ারি দুই চিকিৎসকসহ ১৫ জনকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই ঘটনায় দুই দফায় হাসপাতালের ৩৪ জনকে শাস্তি দেওয়া হল। বিএমইউর (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) প্রক্টর অধ্যাপক চিকিৎসক শেখ ফরহাদ গতকাল সোমবার বলেন, সরকার পতনের আগের দিন গত বছরের ৪ অগাস্টে কেবিন ব্লকের সামনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং একজন ছাত্রকে হত্যাচেষ্টার ঘটনা তদন্তে শৃঙ্খলা কমিটি করা হয়েছিল। সেদিন লাঠিসোঁটা নিয়ে ছাত্রজনতার ওপর হামলার প্রমাণ হিসেবে ভিডিওচিত্র, সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ও তথ্য কমিটি হাতে পেয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। “২৫ জনের বিষয়ে তদন্ত শেষে কমিটি এই ১৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। ২৫ জনের ওই গ্রুপের ২ জনের বিরুদ্ধে এর আগে ১৫ জনের সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছিল। চারজনের বিষয়ে শৃঙ্খলা কমিটি এখনও পর্যাপ্ত তথ্যপ্রমাণ পায়নি, তাদের বিষয়ে অধিকতর তদন্তের কথা বলেছে। বাকি ১৯ জনকে বরখাস্তের সুপারিশ করেছে কমিটি। “সে অনুযায়ী গত শনিবারের সিন্ডিকেট সভায় তাদের বরখাস্তের বিষয়টি পাস হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে ৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।” সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ৪ অগাস্টে শাহবাগে জড়ো হয় আন্দোলনকারীরা। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একদল শ্রমিক লাঠিসোঁটা হাতে শাহবাগে জড়ো হন। এসময় তৎকালীন সামনের দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। দুই পক্ষ মুখোমুখি হলে আন্দোলনকারীদের একটি অংশ ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে ধাওয়া দিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে চলে যান। পরে আন্দোলনকারীরা হাসপাতালের ফটক ভেঙে ভেতরে ঢ়ুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন। তখন হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল ও বাস। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ওই ঘটনায় জড়িত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স