ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা-ভাঙচুর

বিএমইউর চিকিৎসকসহ আরও ১৯ জন বরখাস্ত

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন
বিএমইউর চিকিৎসকসহ আরও ১৯ জন বরখাস্ত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেবিন ব্লক এলাকায় হত্যাচেষ্টা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিকিৎসকসহ আরও ১৯ কর্মীকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত ৫ জানুয়ারি দুই চিকিৎসকসহ ১৫ জনকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই ঘটনায় দুই দফায় হাসপাতালের ৩৪ জনকে শাস্তি দেওয়া হল। বিএমইউর (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) প্রক্টর অধ্যাপক চিকিৎসক শেখ ফরহাদ গতকাল সোমবার বলেন, সরকার পতনের আগের দিন গত বছরের ৪ অগাস্টে কেবিন ব্লকের সামনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং একজন ছাত্রকে হত্যাচেষ্টার ঘটনা তদন্তে শৃঙ্খলা কমিটি করা হয়েছিল। সেদিন লাঠিসোঁটা নিয়ে ছাত্রজনতার ওপর হামলার প্রমাণ হিসেবে ভিডিওচিত্র, সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ও তথ্য কমিটি হাতে পেয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। “২৫ জনের বিষয়ে তদন্ত শেষে কমিটি এই ১৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। ২৫ জনের ওই গ্রুপের ২ জনের বিরুদ্ধে এর আগে ১৫ জনের সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছিল। চারজনের বিষয়ে শৃঙ্খলা কমিটি এখনও পর্যাপ্ত তথ্যপ্রমাণ পায়নি, তাদের বিষয়ে অধিকতর তদন্তের কথা বলেছে। বাকি ১৯ জনকে বরখাস্তের সুপারিশ করেছে কমিটি। “সে অনুযায়ী গত শনিবারের সিন্ডিকেট সভায় তাদের বরখাস্তের বিষয়টি পাস হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে ৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।” সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ৪ অগাস্টে শাহবাগে জড়ো হয় আন্দোলনকারীরা। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একদল শ্রমিক লাঠিসোঁটা হাতে শাহবাগে জড়ো হন। এসময় তৎকালীন সামনের দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। দুই পক্ষ মুখোমুখি হলে আন্দোলনকারীদের একটি অংশ ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে ধাওয়া দিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে চলে যান। পরে আন্দোলনকারীরা হাসপাতালের ফটক ভেঙে ভেতরে ঢ়ুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন। তখন হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল ও বাস। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ওই ঘটনায় জড়িত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স