ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

বিজিএমইএ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৩:৫২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৩:৫২:৫৭ অপরাহ্ন
বিজিএমইএ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল
তৈরি পোশাকশিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল। গত শনিবার রাতে ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। ৩৫ পরিচালক পদের মধ্যে ৩১টি পদে জয়ী হয়েছে ফোরাম, সম্মিলিত পরিষদ পেয়েছে ৪টি পদ, এবং ঐক্য পরিষদ একটি পদেও জয়ী হতে পারেনি। ঢাকা ও চট্টগ্রাম—দুই অঞ্চল মিলিয়ে এবার মোট ৩৫টি পরিচালক পদে নির্বাচন হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটি জোট: ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। সব মিলিয়ে ৭৬ জন প্রার্থী অংশ নেন। ভোটগ্রহণ হয় ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। ভোটার ছিলেন ১ হাজার ৮৬৪ জন, যার মধ্যে ৮৭.৫ শতাংশ ভোট দেন। ঢাকা অঞ্চলে একচেটিয়া জয় ফোরামের: ঢাকা অঞ্চলের ২৬টি পদের মধ্যে ২৫টি পদে জয় পান ফোরামের প্রার্থীরা। শুধু একটি পদে জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী ফারুক হাসান। ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন: মাহমুদ হাসান খান, শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, এম এ রহিম, ফয়সাল সামাদ, মোহাম্মদ আবদুস সালাম, কাজী মিজানুর রহমান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ সোহেল, শেখ এইচ এম মোস্তাফিজ, ভিদিয়া অমৃত খান, জোয়াদ্দার মো. হোসনে কামার আলম, এ বি এম শামছুদ্দিন, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মজুমদার আরিফুর রহমান, ফাহিমা আক্তার, আসেফ কামাল পাশা, রশীদ আহমেদ হোসাইনী, রুমানা রশীদ, সামিহা আজিম ও রেজওয়ান সেলিম। চট্টগ্রামেও এগিয়ে ফোরাম: চট্টগ্রামের ৯টি পদের মধ্যে ৬টি জিতেছে ফোরাম এবং ৩টি জয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন: সেলিম রহমান, এম মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মো. শরীফ উল্লাহ, মোহাম্মদ রফিক চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী। সম্মিলিত পরিষদের বিজয়ী তিন প্রার্থী হলেন: সৈয়দ মোহাম্মদ তানভীর, এস এম তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী। ভোটে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফোরামের নেতা: ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ১,১৪৯ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন ফোরামের দলনেতা এবং রাইজিং ফ্যাশনসের এমডি মাহমুদ হাসান খান। চট্টগ্রামে সর্বোচ্চ ভোট পেয়েছেন সেলিম রহমান। নেতৃত্ব ও প্রক্রিয়া: ফোরামের নেতৃত্বে ছিলেন মাহমুদ হাসান খান। সম্মিলিত পরিষদের দলনেতা ছিলেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম, আর ঐক্য পরিষদের নেতৃত্বে ছিলেন রোমো ফ্যাশন টুডের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ ইকবাল এবং সদস্য ছিলেন সৈয়দ আফজাল হোসেন ও আশরাফ আহমেদ। ভোটগ্রহণ চলাকালে গণমাধ্যম কর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারলেও ভোটদানের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। সম্মিলিত পরিষদের আবুল কালাম ভোটের দিন দুপুরে সাংবাদিকদের বলেন, ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে। ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব। নতুন কমিটি ও পটপরিবর্তন: নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১১ জুন সভাপতি ও সহসভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এবং ১৬ জুন নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে। উল্লেখ্য, গত বছরের মার্চে হওয়া বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ জয়ী হলেও নির্বাচন ছিল বিতর্কিত। তখন সভাপতি হন এস এম মান্নান, যিনি পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর দৃশ্যপট থেকে সরে যান। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়। এরপর গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স