ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

বিজিএমইএ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৩:৫২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৩:৫২:৫৭ অপরাহ্ন
বিজিএমইএ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল
তৈরি পোশাকশিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল। গত শনিবার রাতে ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। ৩৫ পরিচালক পদের মধ্যে ৩১টি পদে জয়ী হয়েছে ফোরাম, সম্মিলিত পরিষদ পেয়েছে ৪টি পদ, এবং ঐক্য পরিষদ একটি পদেও জয়ী হতে পারেনি। ঢাকা ও চট্টগ্রাম—দুই অঞ্চল মিলিয়ে এবার মোট ৩৫টি পরিচালক পদে নির্বাচন হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটি জোট: ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। সব মিলিয়ে ৭৬ জন প্রার্থী অংশ নেন। ভোটগ্রহণ হয় ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। ভোটার ছিলেন ১ হাজার ৮৬৪ জন, যার মধ্যে ৮৭.৫ শতাংশ ভোট দেন। ঢাকা অঞ্চলে একচেটিয়া জয় ফোরামের: ঢাকা অঞ্চলের ২৬টি পদের মধ্যে ২৫টি পদে জয় পান ফোরামের প্রার্থীরা। শুধু একটি পদে জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী ফারুক হাসান। ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন: মাহমুদ হাসান খান, শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, এম এ রহিম, ফয়সাল সামাদ, মোহাম্মদ আবদুস সালাম, কাজী মিজানুর রহমান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ সোহেল, শেখ এইচ এম মোস্তাফিজ, ভিদিয়া অমৃত খান, জোয়াদ্দার মো. হোসনে কামার আলম, এ বি এম শামছুদ্দিন, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মজুমদার আরিফুর রহমান, ফাহিমা আক্তার, আসেফ কামাল পাশা, রশীদ আহমেদ হোসাইনী, রুমানা রশীদ, সামিহা আজিম ও রেজওয়ান সেলিম। চট্টগ্রামেও এগিয়ে ফোরাম: চট্টগ্রামের ৯টি পদের মধ্যে ৬টি জিতেছে ফোরাম এবং ৩টি জয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন: সেলিম রহমান, এম মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মো. শরীফ উল্লাহ, মোহাম্মদ রফিক চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী। সম্মিলিত পরিষদের বিজয়ী তিন প্রার্থী হলেন: সৈয়দ মোহাম্মদ তানভীর, এস এম তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী। ভোটে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফোরামের নেতা: ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ১,১৪৯ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন ফোরামের দলনেতা এবং রাইজিং ফ্যাশনসের এমডি মাহমুদ হাসান খান। চট্টগ্রামে সর্বোচ্চ ভোট পেয়েছেন সেলিম রহমান। নেতৃত্ব ও প্রক্রিয়া: ফোরামের নেতৃত্বে ছিলেন মাহমুদ হাসান খান। সম্মিলিত পরিষদের দলনেতা ছিলেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম, আর ঐক্য পরিষদের নেতৃত্বে ছিলেন রোমো ফ্যাশন টুডের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ ইকবাল এবং সদস্য ছিলেন সৈয়দ আফজাল হোসেন ও আশরাফ আহমেদ। ভোটগ্রহণ চলাকালে গণমাধ্যম কর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারলেও ভোটদানের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। সম্মিলিত পরিষদের আবুল কালাম ভোটের দিন দুপুরে সাংবাদিকদের বলেন, ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে। ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব। নতুন কমিটি ও পটপরিবর্তন: নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১১ জুন সভাপতি ও সহসভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এবং ১৬ জুন নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে। উল্লেখ্য, গত বছরের মার্চে হওয়া বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ জয়ী হলেও নির্বাচন ছিল বিতর্কিত। তখন সভাপতি হন এস এম মান্নান, যিনি পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর দৃশ্যপট থেকে সরে যান। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়। এরপর গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স