ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

জনগণ বিএনপিকে ভোট দেবে বলেই নির্বাচন নিয়ে টালবাহানা করছে -সালাম

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০৫:০৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০৫:০৫:৪৫ অপরাহ্ন
জনগণ বিএনপিকে ভোট দেবে বলেই নির্বাচন নিয়ে টালবাহানা করছে -সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দেশের জনগণ বিএনপিকে ভোট দেবে, সে কারণেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে টালবাহানা করছে। তিনি বলেন, দেশের জনগণ তো বিএনপিকে ভোট দেবেই। কারণ বিএনপি সবসময় দেশের জনগণের পাশে ছিল, আছে। গতকাল শনিবার মোহাম্মদপুরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চায়, তারেক রহমানকে মেরে ফেলতে চায়, বিএনপিকে ধ্বংস করতে চায়। কেন চায়? কারণ বিএনপি থাকলে বাংলাদেশটাকে ভারত দখল করতে পারবে না। গত ১৭ বছর দেশের ছেলেমেয়েরা চাকরি পায় না, আর ভারত থেকে এসে চাকরি করে। দেশের মানুষ খেতে পারে না কিন্তু হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। গত ১৭ বছর ছিল এই অবস্থা। তিনি বলেন, ড. ইউনূসকে সরকারে বসিয়েছে, আমরা ভেবেছিলাম দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচনের কথা বললেই নানান ধরনের বাহানা করে, আজ না কাল। কেন নির্বাচন দিতে চায় না? কারণ দেশের জনগণ বিএনপিকে ভোট দেবে। জনগণ বিএনপিকে কেন ভোট দেবে? কারণ বিএনপি সবসময় দেশের জনগণের সঙ্গে আছে। তিনি আরও বলেন, আমরা একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। নির্বাচন হলে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রে আর কাজ হবে না। দেশের জনগণ তার মালিকানা ফিরে পাবে। দেশের জনগণকে ভালো থাকতে হলে বিএনপি ছাড়া বিকল্প নেই। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নেতাকর্মীদের কারও দোষ থাকলে তা সংশোধন করতে হবে। জনগণ যেন ভালো থাকে সেই কাজ করতে হবে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা আলহাজ হাসানুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার কোরাইশী। এতে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি কালাম ফয়েজী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স