ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ আমতলীতে প্রকাশিত সংবাদের গুরুত্ব ধামাচাপা দিতে গিয়ে সুপারের সংবাদ সম্মেলন গাজীপুরে সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ ডিজিটাল হচ্ছে বিনিয়োগকারীদের নিরাপত্তা ছাড়পত্র গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে-আইজিপি মাতারবাড়ী মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুরের মতো দেখতে চাই-আশিক চৌধুরী মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন আগস্টে সড়ক, রেল ও নৌ-পথ দুর্ঘটনায় নিহত ৫৬৩ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহিদ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অসুস্থ, জেরা হয়নি রাজসাক্ষীর ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কেরানীগঞ্জ-৩ আসন ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ আহত ১৫ ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ
আসামি গ্রেফতারে পুলিশের অনিহা

বনানীতে পেট্রোল ঢেলে প্রাইভেটকারে আগুন

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৭:০১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৭:০১:৪৪ অপরাহ্ন
বনানীতে পেট্রোল ঢেলে প্রাইভেটকারে আগুন
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা বনানীর সড়কে পার্কিং করা একটি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বত্তরা। গত বুধবার রাতে বনানী ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্তকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। ঘটনার পর দৃর্বুত্তরা নির্বিঘ্নে পালিয়ে যায়। এ ঘটনায় বনানী থানায় মামলা হলেও রহস্যজনক কারণে পুলিশ আসামিদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এদিকে বনানীর মতো স্পর্শকাতর এলাকায় এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় রয়েছেন সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা। জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপ কমিনার মো. তারেক মাহমুদ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।
ভুক্তভোগী ব্যবসায়ী এবং প্রাইভেটকারের মালিক বলেন, বনানীর ১১ নম্বর রোডের শেষ মাথার সড়কে নিজের প্রাইভেটকার পার্কিং করে তিনি নিজের রেষ্টুরেন্টে যান। রাত তখন ১২টা ১০। এ সময় একটি মোটরসাইকেলে চেপে সেখানে অবস্থান করে ২ সন্ত্রাসী। এদের একজন মোটরসাইকেল থেকে নেমে ওই প্রাইভেটকারে (অডি ব্রাণ্ড) পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর পর তারা দ্রুতই মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়। ভবনটির নিরাপত্তাকর্মীসহ সেখানে বহু মানুষ উপস্থিত থাকলেও চোখের পলকেই হেলমেট ব্যবহার করা দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুড়ে যায় ২ কোটি টাকা মূল্যের গাড়িটি। ঘটনাস্থলের কয়েক ফিটের মধ্যেই একটি পিলারে রয়েছে পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরা। কিন্তু পুলিশ এখনও ঘটনায় জড়িতদের গ্রেফতার কিংবা তাদের শনাক্ত করতে পারেনি। বনানীর মতো এলাকায় এ ধরনের সন্ত্রাসী ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গাড়ি পোড়ানোর ঘটনার অন্তরালে কিছু নিশ্চিত করে বলতে না পারলেও ভুক্তভোগী ব্যবসায়ী বনানী থানায়  একটি মামলা (নং-৩১, তারিখ-২৯-৫-২৫) দায়ের করেছেন। জানতে চাইলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, গত ৫ আগস্টের আগে ওই ঘটনাস্থলেই নিয়মিত একটি চেকপোস্টসহ পুরো থানা এলাকায় পুলিশের ৫টি চেকপোষ্ট থাকতো । কিন্তু এখন একটির বেশি নেই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ