ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় আল নাসর

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় আল নাসর
গত সোমবার আল ফাতেহর বিপক্ষে সৌদি প্রো লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচের পর ক্রিশ্চিয়ানো রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, আল নাসরের হয়ে এটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। তখন থেকেই ‘সিআরসেভেন’ এর ভক্তদের জানার অপেক্ষা- নতুন কোন ক্লাবে যাবেন পর্তুগিজ সুপারস্টার? রোনালদো-ভক্তদের কৌতূহলের মধ্যেই নতুন ঘোষণা দিয়েছেন আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফের্নান্দো হিয়েরো। হঠাৎ তিনি জানান চুক্তির মেয়াদ বাড়াতে পর্তুগিজ তারকার সঙ্গে আলোচনা শুরুর কথা। অর্থাৎ রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় আল নাসর। তবে পর্তুগিজ সুপারস্টারকে পেতে এবার আল নাসরকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। কারণ বেশ কিছু ক্লাব রোনালদোকে চাচ্ছে এবং প্রস্তুাবও দিয়েছে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হিয়েরো বলেন, ‘রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তি ৩০ জুন পর্যন্ত। আমরা তার চুক্তি নবায়নের চেষ্টা করবো যেন তিনি আমাদের সঙ্গে থাকতে পারে। অনেক ক্লাব তাকে দলে নিতে আগ্রহী। রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের জন্য আলোচনা করছি। ইনশাআল্লাহ, আমরা সমাধানে পৌঁছাতে পারবো।’ টানা দুই মৌসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছেন রোনালদো। আল নাসরের হয়ে প্রথম পূর্ণ মৌসুমে লিগে রেকর্ড ৩৫ গোল করেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোনালদো নাম প্রকাশ না করা ব্রাজিলিয়ান ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন, যা তাকে আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ করে দেবে। যে কারণে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। হিয়েরো বলেন, ‘রোনালদো সৌদি ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। এখানে আসা, থাকা এবং লিগকে বিশ্বের সামনে উঁচিয়ে ধরার সাহস দেখানো এক অসাধারণ মাইলফলক। তার আগমনের পর অনেক শীর্ষস্থানীয় খেলোয়াড় এখানে এসেছেন। তিনি সব দরজা খুলে দিয়েছেন।’ আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৯ গোল করলেও এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। ২০২৩ সালে কেবল আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন তিনি। চলতি মৌসুমে ২৫টি লিগ গোল করেছেন রোনালদো। আল নাসর তৃতীয় স্থানে থেকে শেষ করেছে এবং আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারিয়েছে। রোনালদো আগামী সপ্তাহে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ৫ জুন ইউরোপীয় নেশনস লিগের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স