ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ আমতলীতে প্রকাশিত সংবাদের গুরুত্ব ধামাচাপা দিতে গিয়ে সুপারের সংবাদ সম্মেলন গাজীপুরে সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ ডিজিটাল হচ্ছে বিনিয়োগকারীদের নিরাপত্তা ছাড়পত্র গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে-আইজিপি মাতারবাড়ী মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুরের মতো দেখতে চাই-আশিক চৌধুরী মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন আগস্টে সড়ক, রেল ও নৌ-পথ দুর্ঘটনায় নিহত ৫৬৩ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহিদ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অসুস্থ, জেরা হয়নি রাজসাক্ষীর ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কেরানীগঞ্জ-৩ আসন ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ আহত ১৫ ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ

পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে চান হাসান আলি

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৩৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৩৯:২২ অপরাহ্ন
পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে চান হাসান আলি
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়ের মূল নায়ক হাসান আলি। ৩০ রানে ৫ উইকেট নিয়ে পাক পেসার একাই বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন। সদ্য সমাপ্ত পিএলএলেও দারুণ পারফর্ম করেছেন তিনি। করাচি কিংসের হয়ে ১৭ উইকেট শিকার করে টুর্নামেন্টের সবচেয়ে সফল বোলারদের তালিকায় ছিলেন তৃতীয় স্থানে। ফর্মের চূড়ায় থাকা হাসান আলি পাকিস্তানকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। গত বৃহস্পতিবার ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ইনজুরি ও পুনর্বাসনের কঠিন দিনগুলো পার করে এখন প্রতিটি ম্যাচকে নিজেকে প্রমাণের সুযোগ দেখছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পডকাস্টে কথা বলার সময় হাসান আলি জাতীয় দলে ফেরা ও ফর্মে ওঠার আবেগপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি পাকিস্তানের হয়ে বিশ্বকাপে খেলতে চাই এবং আমার দেশের জন্য শিরোপা জিততে চাই। এখন আমার জন্য প্রতিটি ম্যাচই একটি সুযোগ এবং আমি ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করবো।’ হাসান জোর দিয়ে বলেন, ‘পারফরম্যান্স ওঠানামা করতেই পারে, কিন্তু মাঠে আপনার প্রচেষ্টা দৃশ্যমান হওয়া উচিত। দিন শেষে আমি এমন অনুভব করতে চাই যে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি।’ ইনজুরি ও রিহ্যাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘চোট থেকে ফিরে আসা সহজ নয়। এর একটি আলাদা চাপ আছে। আমি কৃতজ্ঞ ও গর্বিত যে আবার ফিট হয়ে উঠতে পেরেছি। এর পেছনে অনেক পরিশ্রম রয়েছে এবং এখন ফল দেখতে পাচ্ছি। জাতীয় দলে ফেরাকে ‘স্বপ্ন পূরণ’ বলে উল্লেখ করেন হাসান আলি এবং সর্বোচ্চ পর্যায়ে ভালো পারফরম্যান্স করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ৩০ বছর বয়সী পেসার বলেন, ‘এটি সত্যিই যেন স্বপ্ন পূরণের মতো। আমি খুবই উচ্ছ্বসিত এবং দলের জন্য ভালো পারফর্ম করতে দৃঢ় প্রতিজ্ঞ। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ