ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জ রণক্ষেত্র, ৪ জন নিহত, ৯ জন গুলিবিদ্ধসহ আহত অর্ধশত দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জবি প্রশাসনের ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিনাজপুর কারাগারে এক কয়েদির মৃত্যু পেট্রোল পাম্পে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের নির্দেশনা শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসীকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা ডা. বাচ্চু সততা ও শৃঙ্খলার পথে আনতে কাজ করছেন এসিল্যান্ড কুষ্টিয়ায় পৃথক অভিযানে বিদেশি পিস্তল-শর্টগানসহ আটক ২ ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটের সিদ্ধান্ত এনবিআরের বান্দরবানে যুবক হত্যা, একই পরিবারের ৫ জন গ্রেফতার ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ হাজার কৃষক নেছারাবাদে সন্ত্রাস, মাদক ব্যবসা ও জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন আনানসহ অন্যান্য খুনিদের গ্রেফতারের দাবি পরিবারের সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে- রেজাউল করিম নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে- ফারুক বিদ্যুৎ চুক্তিতে ক্যাপাসিটি চার্জ কমানোর উদ্যোগ জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের

বৃষ্টিতে ঢাকার অলিগলিতে পানি জমে জনদুর্ভোগ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:০০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:০০:০১ অপরাহ্ন
বৃষ্টিতে ঢাকার অলিগলিতে পানি জমে জনদুর্ভোগ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করলেও এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা বর্ষণ হলেও গতকাল শুক্রবার সকালে কিছু এলাকায় থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। এ কারণে ঢাকার অলিগলিতে এখনো জমে আছে পানি। ফলে পথচারীসহ ব্যবসায়ীদের দুর্ভোগ কাটেনি। গতকাল শুক্রবার ছুটির দিনেও সকালে কর্মজীবীসহ লোকজন দৈনন্দিন কাজকর্মে বের হন। কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিতে পথচারী ও হকারসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েন। যদিও বেশিরভাগই বৈরী আবহাওয়া বুঝে হাতে ছাতা নিয়ে বের হন। রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ বাজার সংলগ্ন সড়কটি এখনো হাঁটু পানিতে তলিয়ে আছে। হাজার হাজার মানুষ এই পানি অতিক্রম করে তাদের দৈনন্দিন কাজে গন্তব্যে ছুঁটছে। পুরান ঢাকার বিভিন্ন অলিগলি ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন অলিগলিতেও গতকালের ভারী বর্ষণের কারণে জমে থাকা পানি এখনো রয়ে গেছে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায়ও কিছুটা জলাবদ্ধতা রয়ে গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ফায়ার ফাইটার শিহাব সরকার বলেন, গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ঢাকা শহরে বৈরী আবহাওয়ার কারণে তেমন উল্লেখযোগ্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে গুলিস্তান স্টেডিয়ামে একটি অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হয়েছে। এছাড়া পল্লবীতে একটি আগুনের সংবাদ ছিল, সেখানে কোনো ইউনিট পাঠাতে হয়নি।
এদিকে, একটানা বৃষ্টি হওয়ায় প্লাবিত হয়েছে রাজধানীর নিউমার্কেট এলাকা ও প্রধান সড়ক। সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল কমেছে। এতে করে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও সাধারণ মানুষ। পানি ঢুকে পড়েছে কয়েকটি মার্কেটেও। ফলে দোকান খুলতে পারেননি অনেকে। তাছাড়া সড়কে পানি জমায় হেঁটে পার হতে পারছেন না অনেকে। ফলে বাধ্য হয়েই রিকশায় পার হতে হচ্ছে, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। গতকাল শুক্রবার সকাল থেকে রাজধানীর নিউমার্কেট এলাকায় এ চিত্র দেখা গেছে। সকাল থেকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনের সড়কে পানি জমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক থেকে পানি সরে গেছে। তবে মিরপুর রোডে নূরজাহান শপিং কমপ্লেক্সের সামনের সড়কে হাঁটু পানি জমে আছে। সড়কের পাশে নিচতলায় থাকা কিছু দোকান খুলতে পারেননি দোকানিরা। পথচারীরা বলছেন, পয়নিষ্কাশন ব্যবস্থার দুরাবস্থার কারণে বৃষ্টি হলেই এই এলাকায় এমন দুর্ভোগ সৃষ্টি হয়। এগুলো সমাধানে প্রশাসন কোনও ব্যবস্থাই নেয় না।
অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে রাজধানীর রামপুরার ও খিলগাঁওয়ের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল শুক্রবার বৃষ্টি কিছুটা কমলেও জলাবদ্ধতা ছিল। এতে দুর্ভোগে পড়েন এলাকার বাসিন্দরা। অনেক এলাকায় দোকানপাটে পানি ঢুকেছে। রামপুরা ও খিলগাঁও এলাকা ঘুরে দেখা যায়, পশ্চিম রামপুরার উলন, পূর্ব রামপুরার জামতলা, জাকির গলি, তালতলার কিছু অংশ, নবীনবাগ সেহেরুনবাগ এলাকার অনেক রাস্তার পানি এখনও নামেনি। তবে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম হওয়ায় কোথাও যানজট দেখা যায়নি। আলামিন নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলে যানা যায়, টানা বৃষ্টিতে রামপুরা এলাকার রাস্তায় পানি জমে আছে। রাস্তার পাশে অকে দোকানেও পানি ঢুকেছে। পথচারীদের অভিযোগ, জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে রিকশা ভাড়া দুই-তিনগুণ বেড়ে গেছে। জলাবদ্ধতায় বিভিন্ন সড়কে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন চালকরা। জামতলা এলাকায় মায়ের দোয়া নামে একটি গ্যারেজে পানি ঢুকেছে। সেটা পরিষ্কার করছিলেন শাকিব নামে এক ব্যক্তি। তিনি বলেন, সামান্য বৃষ্টি হলে এ এলাকায় পানি জমে যায়। কাল প্রচুর বৃষ্টি হওয়ার কারণে দোকানের ভেতর পানি চলে এসেছে। রাতে দোকান বন্ধ ছিল, সকালে পরিষ্কার করতে হচ্ছে। ওই এলাকার ভেতরে গিয়ে দেখা গেছে, আবাসিক এলাকার বেশিরভাগ সড়কে পানি। গত বৃহস্পতিবার পানি ছিল হাঁটু সমান, তবে সারা রাতে তা কিছুটা কমেছে। নবীনবাগ থেকে তালতলা পর্যন্ত সড়কেও প্রায় হাঁটুপানি জমে থাকতে দেখা গেছে। এ সময় জলাবদ্ধতার কারণে অসংখ্য ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে রাস্তায় থেমে থাকতে দেখা যায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে এখনো দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। কোথাও কোথাও ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত। সমুদ্রবন্দরের তিন নম্বর সংকেতও বহাল রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স