ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান আনু মুহাম্মদের

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৫৮:৪৩ অপরাহ্ন
পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান আনু মুহাম্মদের
সারাদেশে বিদ্যুতের পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এবার এবিষয়ে মুখ খুলেছেন শিক্ষক ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মুহাম্মদ। পল্লী বিদ্যুতের সংকট সমাধানে অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের মতো আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংহতি জানিয়ে  তিনি বলেন, যারা প্রকৃত কাজ করে তাদের দাবি দাওয়া না শোনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শুনবে না তারা। তারা যা বলবে সেটাই মানতে হবে। এই যে স্বৈরতন্ত্র, দুর্নীতি, মানুষের উপর জুলুম নিপীড়ন ও চাপিয়ে দেয়ার মানসিকতা এগুলোর বিরুদ্ধেই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছিল। কিন্তু এখনো যদি আগের মতোই চলতে থাকে তাহলে পরিবর্তন কোথায়? এই সরকারের চেহারাতো ভিন্ন রকম হতে হবে। গত ৯ মাসে পরিবর্তনের লক্ষণগুলো দেখছি না। পল্লী বিদ্যুতের দাবিগুলো যৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, এখন দেখা যায় যমুনায় গেলেই দাবি দাওয়াগুলো মানা হচ্ছে। অথচ পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রমিক, শিক্ষক তারা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করছে তখন তাদের দাবি-দাওয়াগুলো মানার কোন লক্ষণ দেখছি না। তাদের কথাগুলো শোনার বা বিবেচনা করার কেউ নাই। এটার জন্য গণঅভ্যুত্থান হয় নাই। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবির সঙ্গে সংহতি জানান তিনি। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দশ দিন ধরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে সারা দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল শনিবার থেকে  গ্রাহকের অভিযোগ গ্রহণ না করাসহ তিন দফা কর্মসূচি দিয়েছে আন্দোলনরতরা।
আন্দোলনরত পল্লী বিদ্যুৎ এসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোন ইতিবাচক সাড়া না পাওয়ায় আজ (শনিবার) সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নবর্ণিত কর্মসূচি পালন করবেঃ 
১। শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি জরুরী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে পূর্বের ন্যায় সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি চলমান থাকবে।
২। আজ (শনিবার) সকাল ৯টার মধ্যে সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন (উপকেন্দ্র ব্যতীত) নিজ নিজ অফিস প্রধান/সিনিয়র জিএম/জিএম এর নিকট হস্তান্তর করে সকল কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স