ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৭:২৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৭:২৮:৩৪ অপরাহ্ন
সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চতুর্থ দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। লাগাতার কর্মসূচি চলাকালে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক নেতাদের ডেকে নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে লাগাতার কর্মসূচি আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত করে করেছে শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার ব্যবস্থা না করা হলে আবারও আন্দোলন করা হবে জানান শিক্ষক নেতারা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষকদের সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানান। তিনি বলেন, ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার পূর্ণদিবস কর্মবিরতিতে অচলাবস্থা নিরসনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার জন্য তালিকা চাওয়া হয়েছিল। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। শিক্ষকদের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন, কোতোয়ালির সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান, মাদারিপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম সিদ্দিকী রবিউল, কেরানীগঞ্জের আমিনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুর আক্তার, রাজধানীর বকশিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরীন সুলতানা, নোয়াখালী সদরের কৃপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মোহাম্মদ শাসছুদ্দীন মাসুদ, নারয়নগঞ্জের লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক সাবেরা বেগম, কেরানীগঞ্জের চুনকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর আল-আমীন, ঢাকার লালবাগের নবাববাগিচা সরকারি প্রাথমিক দ্যিালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ ইলিয়াছ হোসাইন, খুলনা সদরের টুটপাড়া বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুনির হোসেন, সিলেটের হরিনগর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিত পাল, যশোরের অভয়নগরের আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার মন্ডল এবং বরিশাল সদরের মাকড়কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হজিরুল ইসলাম জাফর। বৈঠকের শেষে মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবির প্রতিটি দফা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে। সহকারী শিক্ষক এন্টিপদে ১১তম গ্রেডের প্রস্তাবনা নিয়ে খুব শিগগিরই শিক্ষক নেতাদের সমন্বয় করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলমান কর্মসূচি কর্মবিরতির স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যেতে অনুরোধ জানানো হয়। চলমান কর্মসূচি আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত করে সহকারী সংগঠন ঐক্য পরিষদ নেতারা। শিগগিরই দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় নিশ্চিত করা হবে বলে জানান মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ। শিক্ষক সহকর্মীদের কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বান মোহাম্মদ শামছুদ্দীন মাসুদসহ অন্যান্য নেতারা। এর আগে ৩ দফা দাবিতে ৫ মে থেকে ১৫ পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গত ২৬ মে থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু হবে। পূর্ণদিবস কর্মবিরতির চতুর্থ দিন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করে। শিক্ষকদের তিন দফা দাবি- ১। কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ। ২। ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। ৩। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রয়োজন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ