ঢাকা , সোমবার, ২৩ জুন ২০২৫ , ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নগর ভবন খুলে দেবেন ইশরাকের সমর্থকরা এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐকমত্য হবে না : নুর কিছু বিষয় ‘অমীমাংসিত’ সব দলকে ছাড় দেয়ার আহ্বান আলী রিয়াজের প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত জামায়াত-এনসিপি সায় নেই বিএনপির সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ল ১০ হাজার কোটি টাকা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন যুক্তরাষ্ট্র কি ইরাকের ভুল এবার ইরানে করছে-প্রশ্ন চীনের আমরা ইসরায়েলের জন্য সব হুমকি গুঁড়িয়ে দিয়েছি-ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুললেন মার্কিন আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসন এর নিন্দা জানিয়েছে হামাস যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা বাড়ার শঙ্কা জাতিসংঘের চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু কুমিল্লায় কোভিড ও ডেঙ্গুতে ঝরলো ২ প্রাণ সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে- আমির খসরু ভারতীয় ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধে হাইকোর্টের রুল ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

বসতভিটায় কীটনাশকমুক্ত সবজি উৎপাদনে উদ্বুদ্ধ হলেন পাঁচ শতাধিক গৃহবধূ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৯:৪৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৯:৪৭:২৪ অপরাহ্ন
বসতভিটায় কীটনাশকমুক্ত সবজি উৎপাদনে উদ্বুদ্ধ হলেন পাঁচ শতাধিক গৃহবধূ
নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের প্রায় পাঁচ শতাধিক গৃহবধূ তাদের বসতভিটায় বা বাড়ির আঙ্গিনায় কীটনাশক মুক্ত শাকসবজি উৎপাদনে উদ্বুদ্ধ হয়েছেন। বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশান এডুকেশন সার্ভিসেস(বিজ)— এর উদ্যোগে ওই এলাকায় গতকাল বৃহস্পতিবার এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার উপ—নির্বাহী পরিচালক কৃষিবিদ মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-সহকারী পরিচালক মোঃ ছাদেকুল ইসলাম প্রামাণিক এবং কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোশারফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সংস্থার সার্বিক সহায়তায় সারাদেশেই উপকারভোগী নারীদেরকে পারিবারিক পুষ্টি চাহিদা এবং বসতঘরের আঙ্গিনায় কীটনাশক মুক্ত শাকসবজি উৎপাদনে উৎসাহ বা উদ্ধুদ্ধ করা হয়ে থাকে।
এই কর্মসূচির অংশ হিসেবেই নরসিংদীতে ৫০০ জন গৃহবধূর হাতে অন্তত পাঁচ জাতের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ তুলে দেওয়া হয়েছে এবং সেগুলো রোপণ, পরিচর্যার যাবতীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে।
সংস্থার জোনাল ম্যানেজার মোঃ আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাব জোনাল ম্যানেজার সৌমেন চক্রবর্তী, সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ রাজ্জাকুল ইসলাম প্রামাণিক, মো: আরিফুর রহমান, কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার আবু রায়হান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য