ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

বেগমগঞ্জে বন বিভাগের অভিযানে তিন প্রজাতির ৭৩ কচ্ছপ উদ্ধার

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৯:৪১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৯:৪১:১০ অপরাহ্ন
বেগমগঞ্জে বন বিভাগের অভিযানে তিন প্রজাতির ৭৩ কচ্ছপ উদ্ধার
বেগমগঞ্জ নোয়াখালী থেকে প্রদীপ কুমার সেন 
নোয়াখালীর বেগমগঞ্জে পাচারের জন্য সংরক্ষিত ৭৩টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপগুলোর ওজন প্রায় ৮০ কেজি বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা  গেছে, বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক ও আব্দুল্যাহ আস সাদিকের  নেতৃত্বে বন বিভাগের একটি দল গত বুধবার (২১  মে) বিকেলে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে তিনটি প্রজাতির মোট ৭৩টি কচ্ছপ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২৫টি কড়ি কাইট্যা, ৪২টি সুন্ধি কাছিম এবং ৬টি হলুদ কাইট্যা। উদ্ধারকৃত কচ্ছপগুলোর মোট ওজন প্রায় ৮০ কেজি। অভিযানকালে একজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী জানান, দীর্ঘদিন ধরে তিনি নোয়াখালীর বিভিন্ন জলাশয় থেকে কচ্ছপ সংগ্রহ করে মজুদ করতেন এবং পার্শ্ববর্তী দেশে পাচারে সহায়তা করতেন। উদ্ধারকৃত কচ্ছপগুলোও পাচারের জন্য প্রস্তুত করে রাখা হয়। বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক ও আব্দুল্যাহ আস সাদিক  অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা ৭৩টি কচ্ছপসহ এক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোর স্বাস্থ্য পরীক্ষা শেষে দ্রুত প্রকৃতিতে অবমুক্ত করা হবে। আটক পাচারকারীর বয়স ৭৫ বছরের ওপর তাই বিশেষ বিবেচনায় তাকে সতর্ক করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে তারা সবসময় সক্রিয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচির্ত্য সংরক্ষণ সুত্র জানায় দুই-তিন দশক আগেও দেশের নদী-নালা, খাল-বিল, হাওরসহ জলাশয়ে বিভিন্ন প্রজাতির কাছিম প্রচুর দেখা যেত। তবে বাসস্থান ধ্বংস ও অতিরিক্ত শিকারের কারণে এখন এ প্রাণীগুলো বিলুপ্তির পথে। দেশে যতগুলো কচ্ছপের প্রজাতি রয়েছে, প্রায় সবগুলোই এখন হুমকির মুখে রয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী কচ্ছপ একটি সংরক্ষিত প্রাণী। তাই এদের শিকার, হত্যা বা কোনো ক্ষতিসাধন করা আইনের ধারা ৬ এবং ৩৪(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, বন্যপ্রাণী পাচার বন্ধে কেবল প্রশাসনিক তৎপরতা নয়, প্রয়োজন জনসচেতনতা এবং প্রাকৃতিক সম্পদের প্রতি সম্মান। তিনি আরো বলেন, নোয়াখালীতে কচ্ছপ পাচারের এই ঘটনা আবারও প্রমাণ করল যে,  প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে এবং ভবিষ্যতে আরো জোরদার অভিযান পরিচালিত হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ