ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ছাত্রদলের

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১২:৩৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১২:৩৫:৪০ পূর্বাহ্ন
শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করেছে ছাত্রদল। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শাহবাগ মোড়ে কয়েকটি ভাগে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। অনেককে মেট্রো স্টেশনে আশ্রয় নিতে দেখা যায়। এদিকে ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে শাহবাগ মোড় সংশ্লিষ্ট সড়কগুলোতে যানজট তৈরি হয়। এতে ভোগান্তি পোহান সাধারণ মানুষ। এ সময় কিছু প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করলেও কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা। নেতাকর্মীরা জানান, বিকাল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা-ইউনিটের নেতা-কর্মীরা আসেন। এর আগে, গত বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করবে সংগঠনের নেতাকর্মীরা। এদিকে, অবরোধ কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, সাম্য হত্যার বিচারে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। দৃশ্যমান পদক্ষেপ নিলে আজ আমরা শাহবাগে আসতাম না। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ বিশ্ববিদ্যালয় ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত আছেন। এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাই সাম্য, ন্যায় বিচার কাম্য’; ‘যদি করও তাল বাহানা, ঘেরাও হবে যমুনা’; ‘ঝড় বৃষ্টি আঁধার রাতে, ছাত্রদল রাজপথে’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন। সাংবাদিকদের উদ্দেশে সাহস বলেন, প্রশাসনের যদি দৃশ্যমান পদক্ষেপ দেখতাম তাহলে আমরা শাহবাগে আসতাম না। কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি বলেই আজ আমরা শাহবাগে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হত্যার দ্বায় তারা কখনও এড়াতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও আসল খুনি ধরতে পারেনি। আমরা চাই, অতি দ্রুত আসল খুনির বিচার নিশ্চিত করা হোক। তিনি বলেন, সাম্য শুধু একজন ছাত্রদল কর্মী না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। এখানে দলীয় পরিচয় না, একজন শিক্ষার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা এসেছি। এখানে শুধু ছাত্রদলের কর্মীই নয়, সাধারণ শিক্ষার্থীরাও রয়েছে। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, অন্তবর্তী সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমার ভাই সাম্যের হত্যার ন্যায়বিচার এখন পর্যন্ত তারা করতে পারেনি। তাই আজ এ ধরণের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আমরা। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই ও জুলাই অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা সাম্য হত্যার ন্যায়বিচার না করা হচ্ছে, অপরাধীদের বিচারের আওতায় না আনা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবেই?।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ