ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর
ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জাবি উপাচার্য

অটোপাস দেয়া হচ্ছে না শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১২:৩১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১২:৩১:২৯ পূর্বাহ্ন
অটোপাস দেয়া হচ্ছে না শিক্ষার্থীদের
কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার শিকার হওয়ার পর রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই কঠোর অবস্থান জানিয়েছেন তিনি। পোস্টে অধ্যাপক আমানুল্লাহ লিখেছেন, তোমরা হামলা করেছ, আমাকে আহত করেছ, আরও যা ইচ্ছা করতে পার, কর।
অটোপাস আমরা দেব না। চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে আমরা দেব না। দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণকারী একটি জাতীয় প্রতিষ্ঠান কোনোভাবেই অটোপাস দিতে পারে না।
পোস্টের কমেন্ট বক্সে তিনি হামলার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের লিংক ও সিসি টিভি ক্যামেরায় ধারণ করা হামলার ভিডিও শেয়ার করেছেন। নেটিজেনরা তার পোস্টের নিচে এ অবস্থান ও বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের ওপর হামলার তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গত বুধবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের ফটকে গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস)-২০২২ এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র উপাচার্যকে হামলা করেন। এতে তিনি পায়ে চোট পান।
স্নাতক (পাস) কোর্সের একদল শিক্ষার্থী বেশ কিছুদিন ধরেই পরীক্ষা ছাড়াই বা অকৃতকার্য হয়েও পাস করিয়ে দেয়ার জন্য আন্দোলন করে আসছে। কিন্তু অটোপাস না দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনড় ছিল। এরই মধ্যে স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এতে ৬৯ শতাংশ পরীক্ষার্থী পাস করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, করোনা মহামারি এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীদেরকে এরই মধ্যে ‘গ্রেস মার্ক’ দিয়ে পাস করানো হয়েছে। এ ছাড়া তাদের খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেয়া হয়েছে, যার ফল এ মাসেই বের হবে। তিনি বলেন, কিন্তু বিভিন্ন মহলের উসকানিতে এই ব্যাচের কিছু সংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে এসে গত বুধবার হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। এই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বক্তব্য হল, যেকোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদেরকে কোনো প্রকার অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে না।
দেশের কলেজগুলোতে স্নাতক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ধরে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন ২ হাজার ২৫৭টি কলেজ ও ইনস্টিটিউট রয়েছে। এর অধীনে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ২৫ হাজার ৮৩২ জন। সেই শিক্ষার্থীদের মধ্যে স্নাতক (পাস) কোর্সের একদল শিক্ষার্থী বেশ কিছুদিন ধরে পরীক্ষা ছাড়াই বা অকৃতকার্য হয়েও পাস করিয়ে দেয়ার জন্য আন্দোলন করে আসছে।
 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স