ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

ঈদের আগেই আসছে নতুন নোট থাকছে না কোনো ব্যক্তির ছবি

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১২:২৯:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১২:২৯:৩৬ পূর্বাহ্ন
ঈদের আগেই আসছে নতুন নোট থাকছে না কোনো ব্যক্তির ছবি
কাগজের নতুন মুদ্রার নকশায় দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যসহ আসছে সাহসী ও গুরুত্বপূর্ণ পরিবর্তন। বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, নতুন করে ছাপানো মুদ্রায় কোনো ব্যক্তির ছবি থাকছে না। শেখ মুজিবুর রহমানসহ কোনো রাজনৈতিক নেতা বা বিশিষ্ট ব্যক্তিত্বের মুখাবয়বও থাকবে না নতুন নোটে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নতুন নোটে কোনো মানুষের ছবি থাকবে না- না শেখ মুজিবুর রহমানের, না অন্য কোনো বিশিষ্ট ব্যক্তির। এটি পরিকল্পিতভাবে ও নীতিগত সিদ্ধান্ত হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে অংশ নেওয়া তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু প্রতীকী চিত্র ব্যবহারের চিন্তাভাবনা করা হয়েছে। তবে সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির মুখ চেনা যাবে না। নতুন নোটে যে প্রতীকী অবয়ব থাকবে— তা হবে তরুণদের সংগ্রামের প্রতিনিধিত্বকারী, কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনানুষ্ঠানিক সূত্রে দাবি করা হচ্ছিল যে, জুলাই আন্দোলনের দুই তরুণ শহীদ আবু সাঈদ ও মুগ্ধের প্রতিকৃতি ৫ টাকার নতুন নোটে ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আরিফ হোসেন খান স্পষ্ট করে বলেন, এটি সম্পূর্ণ গুজব। আবু সাঈদ ও মুগ্ধের কোনো প্রতিকৃতি নতুন নোটে ব্যবহার করা হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন মুদ্রার নকশায় রাষ্ট্রীয় ঐক্য, ভবিষ্যৎমুখী মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে কিছু নতুন প্রতিচ্ছবি যুক্ত হচ্ছে। এতে কোনো রাজনৈতিক বিভাজন বা বিতর্কের সুযোগ না রেখে একটি সর্বজনীন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
নতুন নোটের ডিজাইন ও প্রতীক: বাংলাদেশ ব্যাংক এবং টাঁকশাল সূত্রে জানা গেছে, প্রথম ধাপে বাজারে আসছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। এসব নোটে আগের মতো শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। এর পরিবর্তে ফিরে আসছে আগের কিছু ঐতিহাসিক নকশা এবং উল্লেখযোগ্য সময়ের প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে ‘জুলাই অভ্যুত্থানের’ গ্রাফিতির চিত্র। ৫ টাকার নোটের ডিজাইনে তরুণদের সংগ্রামকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। সেখানে কিছু মুখাবয়ব থাকলেও তা স্পষ্টভাবে কোনো ব্যক্তির চেহারা নয়। তরুণদের আন্দোলন এবং সাহসিকতার এই প্রতীক রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিক সংগ্রামের প্রতি সম্মান প্রদর্শনের এক নতুন ধারা সূচিত করছে। অপরদিকে, ১০ টাকার নতুন নোটে থাকবে জাতীয় মসজিদ ‘বায়তুল মোকাররম’ এবং যুবঐক্যের চিত্র, ১০০ টাকার নোটে স্থান পাচ্ছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও হরিণ, ২০০ টাকায় থাকবে বাংলাদেশের ধর্মীয় বৈচিত্র্য এবং ৫০০ টাকার নোটে থাকবে ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি।
মুদ্রণ কার্যক্রম ও বিতরণ পরিকল্পনা: গাজীপুরে অবস্থিত দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড বা টাঁকশালে নতুন নোট ছাপার কাজ চলছে। টাঁকশাল সূত্র জানিয়েছে, ২০ টাকার নোট ছাপা প্রায় শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে তা বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। এরপর ধাপে ধাপে ছাপা হবে ৫০ ও ১০০০ টাকার নোট। ঈদুল আজহার আগেই সীমিত আকারে এসব নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে এসব নোট সরবরাহ করা হবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখায় এবং পরবর্তী সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোতে বিতরণ করা হবে।
বিতর্ক, সিদ্ধান্ত ও জনপ্রতিক্রিয়া: চলতি বছরের মার্চে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোট নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হলে বাংলাদেশ ব্যাংক ১০ মার্চ সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একটি চিঠি পাঠায়। সেখানে বলা হয়, নতুন নোটের বিনিময় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে হবে এবং ব্যাংকের শাখাগুলোতে সংরক্ষিত নতুন নোট আপাতত বিনিময় করা যাবে না। এর ফলে বাজারে ছেঁড়াফাটা ও পুরনো নোটের পরিমাণ বেড়ে যায়, যা জনগণের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। তবে নতুন নোটের ডিজাইনের বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র। কেউ একে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ও তরুণ সমাজের অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন, আবার কেউ এই হঠাৎ পরিবর্তনকে আর্থিকনীতির অস্থিরতা ও বাজারে বিভ্রান্তি তৈরির আশঙ্কা হিসেবে দেখছেন।
রাষ্ট্রীয় প্রতীকে নতুন অধ্যায়: বাংলাদেশ ব্যাংক বলছে, এই নতুন নোট কেবল অর্থনৈতিক লেনদেনের মাধ্যম নয়, বরং এটি রাষ্ট্রীয় প্রতীকের পুনর্বিন্যাস। এখানে বর্তমান সময়ের চেতনা, তরুণদের সংগ্রাম, ঐতিহাসিক ধারাবাহিকতা ও ভবিষ্যতের বার্তা একত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। নতুন ডিজাইনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক চাইছে একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী বার্তা ছড়িয়ে দিলে যেখানে অতীতের গৌরব, বর্তমানের চ্যালেঞ্জ ও আগামীর সম্ভাবনা একাকার হয়ে যাবে বিভিন্ন মানের কাগজের টাকার নোটে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স