ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

আবারও পিএসএল থেকে ক্রিকেটার নিলো আইপিএল

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৯:২৬ অপরাহ্ন
আবারও পিএসএল থেকে ক্রিকেটার নিলো আইপিএল
নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্টকে অস্থায়ী বদলি হিসেবে দলে নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ইংল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেলের পরিবর্তে বদলি হিসেবে কিউই তারকার সঙ্গে চুক্তি করেছে বিরাট কোহলিদের দল। সেইফার্ট বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলছেন। ভারতে আসার আগে তিনি বেঙ্গালুরুকে শর্ত দিয়ে বলেছেন, আইপিএলে যোগ দেওয়া নির্ভর করছে পিএসএলে তার দলের অগ্রগতির উপর। অর্থাৎ করাচি ফাইনাল পর্যন্ত গেলে তিনিও ফাইনালে খেলবেন। এদিকে আইপিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল শনিবার থেকে সেইফার্টকে দলে নেওয়ার সুযোগ দেওয়া হবে বেঙ্গালুরুকে। লাহোর কালান্দার্সের বিপক্ষে পিএসএল এলিমিনেটর খেলতে নামবে করাচি। আর পিএসএল ফাইনাল আগামী রোববার। এর অর্থ হলো, সেইফার্ট বেঙ্গালুরুতে যোগ দিতে পারেন আগামী সোমবার লখনৌতে, স্বাগতিক লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তাদের শেষ লিগ ম্যাচের একদিন আগে। করাচিতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস ওপেন করেন সেইফার্ট। এখন পর্যন্ত ৯ ইনিংসে ১৪৫.৮০ স্ট্রাইক রেটে ২২৬ রান করেছেন। সেরা ইনিংস ৪৭ রানের। সেইফার্ট এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে (২০২২ সালে দুই ম্যাচ) এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে (২০২১ সালে এক ম্যাচ) খেলেছেন। জাতীয় দলের দায়িত্ব পালন করতে আজ শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ খেলে ইংল্যান্ড ফিরে যাবেন বেথেল। ২১ বছর বয়সী বেথেল এবারই প্রথম আইপিএল খেলতে এসেছেন। বেঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে খেলেছেন তিনি। গেল ৩ মে অসুস্থ ফিল সল্টের পরিবর্তে নেমে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৫৫ রান করেছিলেন বেথেল। অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউডের এখনো ভারতে ফেরা অনিশ্চিত। বর্তমানে ব্রিসবেনে অস্ট্রেলিয়ান হাই-পারফরম্যান্স সেন্টারে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন। একই কারণে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদিও বেঙ্গালুরু প্লে-অফ মিস করবেন। এনগিদির পরিবর্তে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে স্বল্পমেয়াদী বিকল্প হিসেবে বেছে নিয়েছে বেঙ্গালুরু। বর্তমানে টেবিলের শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্বের শেষ করার জন্য লড়াই করছে বেঙ্গালুরু। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কোহলিরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ