ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। তার বদলি হিসেবে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। জানা গেছে, পিঠের চোটের কারণে আগামী ২৮ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজে খেলতে পারবেন না বাঁহাতি ব্যাটার সৌম্য। গত সপ্তাহ ধরেই ডান পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করছিলেন তিনি। সৌম্যকে নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, শারীরিক অবস্থা মূল্যায়নের পর তাকে ১০ থেকে ১২ দিন পুনর্বাসন প্রক্রিয়াতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এর অর্থ হল, পাকিস্তানে তিন ম্যাচের সিরিজের জন্য তিনি উপলব্ধ থাকবেন না। অন্যদিকে বিপিএলের সর্বশেষ আসরের সেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গেছেন। পিএসএলের প্রতিশ্রুতি শেষ করে লাহোরে জাতীয় দলের সাথে যোগ দেবেন ২৯ টি-টোয়েন্টি খেলা ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচই (২৮, ৩০ মে এবং ১ জুন) লাহোরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে ডাক পড়লো মিরাজের
- আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৬:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৬:০১ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ