ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

পদযাত্রায় পুলিশকে নিবন্ধনধারীরা বললেন, ‘দয়া করে মারবেন না’

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:২৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:২৬:৫৪ অপরাহ্ন
পদযাত্রায় পুলিশকে নিবন্ধনধারীরা বললেন, ‘দয়া করে মারবেন না’
পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের সচিবালয় অভিমুখে পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়ে। গতকাল বুধবার দুপুর ১টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের একটি বিশাল মিছিল সচিবালয়ের দিকে রওনা হয়। তবে প্রেস ক্লাব ও সচিবালয়ের মধ্যবর্তী সড়কেই তাদের পথ আটকে দেয় পুলিশ। এ সময় নিবন্ধনধারীরা পুলিশের বাধা সরিয়ে সামনে যেতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও বেশি সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন এবং তাদের আটকে দেন। হাতে থাকা মাইকে নিবন্ধনধারীদের মধ্য থেকে একজন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, দয়া করে আমাদের মারবেন না। আমরা ন্যায্য দাবি নিয়ে সচিবালয়ে যাচ্ছি। প্রয়োজনে আপনারা আমাদের দাবিগুলো শুনুন। তিনি বলেন, যদি মনে করেন আমাদের দাবি অযৌক্তিক, আমরা ফিরে যাব। তবুও আমাদের গায়ে হাত তুলবেন না। এর আগে শিক্ষকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, আজ যেন তার পুনরাবৃত্তি না ঘটে। যদি এমন হয়, তবে তা ভালো হবে না। প্রাথমিকভাবে পুলিশ নিবন্ধনধারীদের এলাকা ছাড়তে বলে। দাবি শুনে পুলিশ তাদের অবস্থান থেকে কিছুটা সরে আসে। তবে ব্যারিকেড সরিয়ে তাদের সচিবালয়ের দিকে যেতে দেয়নি। ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে তারা নিজেদের দাবি আদায়ে সেøাগান দিতে থাকেন। আইন মন্ত্রণালয়ের একটি চিঠির প্রসঙ্গ টেনে নিবন্ধনধারীরা বলেন, এতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সই আছে। এতে বলা হয়েছে, শিক্ষকদের নিয়োগে কোনো আইনি জটিলতা নেই এবং তাদের নিয়োগ দেয়া যেতে পারে, কারণ তারা উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও মেধাতালিকায় শীর্ষে অবস্থান করছেন। আরেক নিবন্ধনধারী বলেন, আমরা পুলিশ ভাইদের বলতে চাই, হাইকোর্টের রায় আমাদের পক্ষে। আপনারা কি হাইকোর্টের রায় মানবেন না? যদি মেনে থাকেন, তাহলে আমাদের কথা শুনুন। আমরা শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের প্রস্তাবনা পেশ করতে চাই। প্রায় ২০ মিনিট ধরে নিবন্ধনধারী ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে সেøাগান দিতে থাকেন। পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকে। একপর্যায়ে পুলিশ তাদের প্রেস ক্লাবের সামনের সড়কে সরিয়ে দেয়। সেখানেও তারা সেøাগান অব্যাহত রাখেন। এরপর তাদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধিকে সচিবালয়ের দিকে নিয়ে যাওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ