ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আবারও পিএসএল থেকে ক্রিকেটার নিলো আইপিএল উইন্ডিজের বিপক্ষে ইংলিশ দল থেকে ছিটকে গেলেন আর্চার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন ক্যাবরেরা ট্রফিখরা কাটিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো টটেনহ্যাম ডিআরএস থাকছেনা পিএসএলে আবারও লাহোর শিবিরে যোগ দিলেন রিশাদ পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে ডাক পড়লো মিরাজের দীর্ঘদিনেও শিক্ষাঙ্গনে ফিরে আসছে না স্বাভাবিক অবস্থা গাজায় এখনো কোনো সহায়তা দেয়া যায়নি- জাতিসংঘ গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বিধিমালা অনুসরণ না করে ২৫৭ প্রকৌশলীর পদোন্নতি ১০ম গ্রেডে উন্নীত হচ্ছে মেডিকেল টকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদ র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার পদযাত্রায় পুলিশকে নিবন্ধনধারীরা বললেন, ‘দয়া করে মারবেন না’ অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি ২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে : উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে-নিরাপত্তা উপদেষ্টা রাখাইন অঞ্চলের মানবিক করিডোর নিয়ে কোনো কথা হয়নি -খলিলুর রহমান মব সৃষ্টির সুযোগ দেয়া হবে না-রমনা ডিসি

রাখাইন অঞ্চলের মানবিক করিডোর নিয়ে কোনো কথা হয়নি -খলিলুর রহমান

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:২২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:২২:৩২ অপরাহ্ন
রাখাইন অঞ্চলের মানবিক করিডোর নিয়ে কোনো কথা হয়নি -খলিলুর রহমান
রাখাইনে মানবিক সহযোগিতায় জাতিসংঘের মানবিক করিডোর প্রস্তাবনা নিয়ে বেশ কিছু দিন ধরে সরগরম দেশের রাজনীতি। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এ ব্যাপারে আপত্তি তুলেছে। এর মধ্যেই সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি। তিনি আরও বলেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, করিডোর নিয়ে আমাদের কারও সঙ্গে কোনো কথা হয়নি এবং এ বিষয়ে কারও সঙ্গে কোনো কথা হবে না। আগে করিডোর ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে, একটা ইমারজেন্সি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়ার ব্যবস্থা। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করিডোর প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটি করিডোর দেয়ার যে গুজব তৈরি হয়েছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সাথে কারো কোনো কথা হয়নি এবং কারো সাথে কোনো কথা হবে না। খলিলুর রহমান বলেন, আমরা কাউকে করিডোর দিচ্ছি না। আমরা যেটা করছি, যেহেতু আরাকানে কোনো সাহায্য-সহযোগিতা, এইড উপকরণ অন্য কোনো সাপ্লাই রুট দিয়ে দেয়া সম্ভব হচ্ছে না। জাতিসংঘ আমাদের বলল, কিছুটা দূরে তো বর্ডার। আপনার এইটুকু আমাদের সাহায্য করবেন, যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যেসব চ্যানেল আছে, সেটা ব্যবহার করে রাখাইনের জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেবেন। নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা করিডোর নিয়ে কারো সাথে কোনো ধরনের কথা বলিনি এবং কথা বলব না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নেই। করিডোর সৃষ্টি করে লোকজনের যাতায়াতের ব্যবস্থা করার কোনো প্রয়োজনীয়তা এখন নেই। যেটা প্রয়োজন আছে, সেটা হলো ত্রাণ সরবরাহ করা। এটা করতে পারলে সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে এবং সেই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে, ততদিন আমরা প্রত্যাবাসন নিয়ে কথা বলতে পারবে না। আর প্রত্যাবাসনের কথা বলতে না পারলে প্রত্যাবাসন কৌশলের কথাও বলতে পারব না। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, রাখাইনের ৯০ শতাংশ ভূখণ্ড আরাকান আর্মির দখলে থাকায় জান্তা সরকারের সমান্তরালে তাদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। আরাকান আর্মিও প্রত্যাবাসনের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর উদ্যোগ নেয়া হবে। নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা আরাকান আর্মিকে সরাসরি বলে দিয়েছি কোনো রকম এথনিক ক্লিনজিং আমরা মেনে নেব না। আরাকানের অবস্থা যত দিন অস্থিতিশীল থাকবে, ততদিন পর্যন্ত প্রত্যাবাসনের আলোচনা সম্ভব হবে না। এ সময় খলিলুর রহমান নিজের বিরুদ্ধে ওঠা দ্বৈত নাগকরিত্বের অভিযোগের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ছাড়া আমার আর অন্য কোনো নাগরিকত্ব নাই। আমি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি। তবে আমার সেখানকার পাসপোর্ট নেই। বিদেশে থাকলেই যদি নাগরিকত্ব হয়ে যায়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও সে কথা বলা যায়। তাই এ ধরনের কথা না বলাই ভালো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স