ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

মব সৃষ্টির সুযোগ দেয়া হবে না-রমনা ডিসি

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:২১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:২১:২১ অপরাহ্ন
মব সৃষ্টির সুযোগ দেয়া হবে না-রমনা ডিসি
রাজধানীর ধানমন্ডিতে একটি বাসা ঘেরাওয়ের ঘটনায় মোহাম্মদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ তিনজনকে আটকের পর ছেড়ে দেয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। জানা গেছে, গত মঙ্গলবার রাতে চাঁদা না পেয়ে ধানমন্ডির একটি বাড়ি ঘেরাও করেন আন্দোলনকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। তবে পরে হান্নান মাসুদের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আওয়ামী লীগের দোসরদের ধরিয়ে দেয়ার নামে কোনো ধরনের মব সৃষ্টি করতে দেয়া হবে না। কারো বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানাবেন। আইনশৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব, কাউকে সেই ভূমিকা নেয়ার সুযোগ দেয়া হবে না। তিনি আরও বলেন, যদি কেউ অপরাধ করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। কিন্তু এভাবে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না। চাঁদা দাবির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডিসি মাসুদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ করলে আমরা খতিয়ে দেখবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। তিনি আরও বলেন, গত ৫ আগস্টের ঘটনার পর থেকেই পুলিশ সদর দফতরের নির্দেশ, মব সৃষ্টির মাধ্যমে কাউকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। যারা বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। হান্নান মাসুদের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি হস্তক্ষেপ নয়। যেহেতু আটক হওয়া তিনজনের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ বা মামলা ছিল না, তাই মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। মুচলেকায় বলা হয়েছে-এটাই শেষ সুযোগ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স