ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ছাত্রদলের আন্দোলন স্থগিত করেছেন ইশরাক পদত্যাগ করলেন কুয়েটের উপাচার্য অটোপাস দেয়া হচ্ছে না শিক্ষার্থীদের উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত ঈদের আগেই আসছে নতুন নোট থাকছে না কোনো ব্যক্তির ছবি সাগরে রাষ্ট্রীয় তেল চুরি কুমিল্লা সীমান্তে ১৩ জনকে বিএসএফের পুশইন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা মানবিক করিডরের নামে দেশকে যুদ্ধে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়- দুদু টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সম্প্রীতি জরুরিÑ পরিবেশ উপদেষ্টা হবিগঞ্জে দুর্ঘটনায় ২ যুবক নিহত, মহাসড়ক অবরোধ ফ্যাসিস্টের দোসর কিবরিয়া হোসনে আরা বহাল তবিয়তে সারাদেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট জুলাই থেকে কার্যকর ডেঙ্গুতে একদিনে ৪৬ জন হাসপাতালে ভর্তি, করোনায় সংক্রমিত ৬ জন ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিরা দিশেহারা আবারও পিএসএল থেকে ক্রিকেটার নিলো আইপিএল উইন্ডিজের বিপক্ষে ইংলিশ দল থেকে ছিটকে গেলেন আর্চার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন ক্যাবরেরা

মব সৃষ্টির সুযোগ দেয়া হবে না-রমনা ডিসি

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:২১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:২১:২১ অপরাহ্ন
মব সৃষ্টির সুযোগ দেয়া হবে না-রমনা ডিসি
রাজধানীর ধানমন্ডিতে একটি বাসা ঘেরাওয়ের ঘটনায় মোহাম্মদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ তিনজনকে আটকের পর ছেড়ে দেয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। জানা গেছে, গত মঙ্গলবার রাতে চাঁদা না পেয়ে ধানমন্ডির একটি বাড়ি ঘেরাও করেন আন্দোলনকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। তবে পরে হান্নান মাসুদের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আওয়ামী লীগের দোসরদের ধরিয়ে দেয়ার নামে কোনো ধরনের মব সৃষ্টি করতে দেয়া হবে না। কারো বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানাবেন। আইনশৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব, কাউকে সেই ভূমিকা নেয়ার সুযোগ দেয়া হবে না। তিনি আরও বলেন, যদি কেউ অপরাধ করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। কিন্তু এভাবে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না। চাঁদা দাবির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডিসি মাসুদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ করলে আমরা খতিয়ে দেখবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। তিনি আরও বলেন, গত ৫ আগস্টের ঘটনার পর থেকেই পুলিশ সদর দফতরের নির্দেশ, মব সৃষ্টির মাধ্যমে কাউকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। যারা বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। হান্নান মাসুদের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি হস্তক্ষেপ নয়। যেহেতু আটক হওয়া তিনজনের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ বা মামলা ছিল না, তাই মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। মুচলেকায় বলা হয়েছে-এটাই শেষ সুযোগ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স