ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৭:২২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৭:২২:১৭ অপরাহ্ন
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় এই জামিন মঞ্জুর হওয়ায় নানা আলোচনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাঁকে স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালীন নাহার। এর আগে একই দিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগের দিন, গত সোমবার দুপুরে নুসরাত ফারিয়াকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়। জামিন মঞ্জুরের খবরে কারাগারের মূল ফটকে উপস্থিত হন তাঁর বোনসহ পরিবারের সদস্যরা। উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয় গত রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন পার হওয়ার সময়। পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে ঢাকার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজধানীর ভাটারা থানায় ৩ মে একটি হত্যাচেষ্টা মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার বাদী এনামুল হক (বয়স ৩৫), যিনি গত বছরের ১৯ জুলাই ছাত্র-জনতার একটি গণ-আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। তাঁর অভিযোগ অনুযায়ী, ঘটনার সাথে জড়িত ২৮৩ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে ১৭ জন ছিলেন অভিনয় জগতের পরিচিত মুখ। নুসরাত ফারিয়াও ছিলেন তাঁদের একজন। আদালতের নির্দেশে মামলাটি এজাহারভুক্ত হয় এবং ঘটনার প্রায় দুই সপ্তাহ পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়, তবে আদালত শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নির্ধারিত শুনানির তারিখ আগামী ২২ মে থাকলেও, তার আগেই জামিন পেলেন এই অভিনেত্রী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স