ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে মৃত্যুর গুজবে পরীমনির বিরক্তি প্রকাশ প্রকাশ্যে এলো ‘ওয়ার ২’ সিনেমার টিজার ছেঁড়া জামা বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী ২৮৭ কোটি ছাড়ালো অজয়ের ‘রেইড টু’ রেড কার্পেট মাতালেন রিহানা ‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ বিশ্বরেকর্ড গড়ে শাকিলের এভারেস্ট জয় নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করেছে ইশরাক সমর্থকরা আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া কারাগারে প্রেরণ জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে-তারেক রহমান ভারতের বাজার হারানোর শঙ্কায় রফতানিকারকরা জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সবকিছুই করা হবে-খাদ্য উপদেষ্টা এনবিআরকে দুইভাগ করা প্রক্রিয়ায় ঠিক হয়নি, ঠিক করা গুরুত্বপূর্ণড. দেবপ্রিয় ভট্টাচার্য স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগ নির্বাচন করতে পারবে না : ইসি লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার মাঝারি আকৃতির অর্থপাচারের ১২৫ কেস চিহ্নিত হয়েছে-প্রেস সচিব

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৭:২২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৭:২২:১৭ অপরাহ্ন
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় এই জামিন মঞ্জুর হওয়ায় নানা আলোচনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাঁকে স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালীন নাহার। এর আগে একই দিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগের দিন, গত সোমবার দুপুরে নুসরাত ফারিয়াকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়। জামিন মঞ্জুরের খবরে কারাগারের মূল ফটকে উপস্থিত হন তাঁর বোনসহ পরিবারের সদস্যরা। উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয় গত রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন পার হওয়ার সময়। পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে ঢাকার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজধানীর ভাটারা থানায় ৩ মে একটি হত্যাচেষ্টা মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার বাদী এনামুল হক (বয়স ৩৫), যিনি গত বছরের ১৯ জুলাই ছাত্র-জনতার একটি গণ-আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। তাঁর অভিযোগ অনুযায়ী, ঘটনার সাথে জড়িত ২৮৩ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে ১৭ জন ছিলেন অভিনয় জগতের পরিচিত মুখ। নুসরাত ফারিয়াও ছিলেন তাঁদের একজন। আদালতের নির্দেশে মামলাটি এজাহারভুক্ত হয় এবং ঘটনার প্রায় দুই সপ্তাহ পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়, তবে আদালত শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নির্ধারিত শুনানির তারিখ আগামী ২২ মে থাকলেও, তার আগেই জামিন পেলেন এই অভিনেত্রী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’

‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’